WhatsApp-এ আসা ছবি আসল-নকল বুঝবেন যেভাবে, জেনেনিন পদ্ধতি

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরও ভালো করতেই নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যার মাধ্যমে আসল-নকল ছবি চিনতে পারবেন। ইন্টারনেটের কল্যাণে গোটা দুনিয়া হাতের মুঠোয়। তবে এই ইন্টারনেটের হাত ধরেই ছড়িয়ে পড়ে অনেক ভুয়া ছবি-তথ্য। এই সমস্যা সমাধানে এবার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

আপনার সব পছন্দ-অপছন্দের খবর রাখবে হোয়াটসঅ্যাপ এআই
পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নয়া ফিচার, যার মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসল নাকি ভুয়া! ‘সার্চ অন ওয়েব’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

এই ফিচারটি কীভাবে কাজ করবে তাই ভাবছেন? ধরুন, আপনাকে কেউ একটি ছবি পাঠিয়েছে। সেই চ্যাটটি ওপেন করে ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে যেতে হবে। সেখানেই দেখতে পাবেন ‘সার্চ অন ওয়েব’। সেখানেই আপনি সরাসরি যে কোনো ছবি খুঁজতে পারবেন। এর মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে আসা ছবিটি আসন নাকি তৈরি করা।

তবে এই ছবি সেভ হবে না। সার্চ করা হবে গুগলে। এই বিষয়টা হাতে নেই হোয়াটসঅ্যাপের। তবে আপাতত শুধু বিটা টেস্টাররা এই ফিচারের সুবিধা পাবেন। সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট থাকতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy