WhatsApp-এ আসছে বিজ্ঞাপনের ঝামেলা, ব্যবহারকারীর বিরক্তিতে নতুন মাত্রা যোগ?

যারা বিজ্ঞাপনমুক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারের ‘সুখ’ উপভোগ করছিলেন, তাদের জন্য দুঃসংবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখার সময় যেমন একাধিক বিজ্ঞাপনের ঝক্কি পোহাতে হয়, এবার সেই একই সমস্যার সম্মুখীন হতে চলেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও। এত দিন বিজ্ঞাপনমুক্ত থাকার কারণেই এর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, কিন্তু সেই দিন আর বেশিদিন থাকছে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, শিগগিরই এই মেসেজিং অ্যাপেও বিজ্ঞাপন দেখানো শুরু হবে। তবে স্বস্তির খবর হলো, প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপের বিশেষ ফিচার ‘স্ট্যাটাস’-এই বিজ্ঞাপন প্রদর্শিত হবে। অর্থাৎ, যখন আপনি আপনার বন্ধুদের স্ট্যাটাস দেখবেন, তখনই স্ক্রিনে বিভিন্ন রকমের বিজ্ঞাপন ভেসে উঠবে। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

কেন এই পরিবর্তন?

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও বা টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরতে পারেন, যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে উধাও হয়ে যায়। এই ফিচারের জনপ্রিয়তা কাজে লাগিয়েই মেটা (Meta), যার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, এবার আয়ের নতুন পথ খুলতে চাইছে।

যদিও এটি ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হতে পারে, তবে প্ল্যাটফর্মের আর্থিক মডেলকে শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, চ্যাট বা কলিংয়ে বিজ্ঞাপন না এলেও, স্ট্যাটাসে বিজ্ঞাপনের আগমন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলবে? সময়ের সঙ্গেই এর উত্তর মিলবে।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy