WhatsApp-এর ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু, যেভাবে ব্যবহার করবেন

ভিডিও, ছবি ও বার্তার পর এবার ভয়েস মেসেজেও ‘ভিউ ওয়ানস’ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে প্রাপক শোনার সঙ্গে সঙ্গেই ভয়েস মেসেজ মুছে যাবে; অর্থাৎ অন্যদের পাঠানো ভয়েস মেসেজ প্রাপক শুধু একবারই শুনতে পারবেন। শুধু তা-ই নয়, ভয়েস মেসেজগুলো চাইলেও সংরক্ষণ, রেকর্ড ও ফরওয়ার্ড করা যাবে না।

এর ফলে ভয়েস মেসেজের তথ্য বর্তমানের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে। হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস সুবিধা ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

ভিউ ওয়ানস সুবিধা ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাটবক্স চালু করতে হবে। এরপর নিচের ডান দিকে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলেই ওপরে লক আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করে মুখের কথা রেকর্ড করতে হবে। এবার ডান দিকে থাকা ওয়ান আইকন ট্যাপ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ভিউ ওয়ানস ভয়েস মেসেজ প্রাপকের কাছে চলে যাবে। প্রাপক পড়ার পর মেসেজের পাশে ডাবল টিক মার্ক দেখা যাবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy