
ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নিয়মিত ছবি আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু মাঝেমধ্যেই অনলাইনে থাকা বিভিন্ন ছবি সম্পাদনা বা পরিবর্তন করে অন্যদের পাঠান কেউ কেউ। এর ফলে সঠিক তথ্যের বদলে বিভিন্ন বিষয়ে মিথ্যা তথ্য প্রচার হওয়ার পাশাপাশি বিভ্রান্তি তৈরি হয়। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েব সংস্করণেও ‘রিভার্স ইমেজ সার্চ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ডাব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিভার্স ইমেজ সার্চ সুবিধার মাধ্যমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গুগলের সাহায্যে তাদের কাছে আসা ছবিটি সম্পাদিত, বিকৃত বা প্রাসঙ্গিক কিনা, তা দ্রুত শনাক্ত করতে পারবেন। ফলে ছবির সত্যতা সহজেই যাচাই করা যাবে। ছবি যাচাইয়ের জন্য বাড়তি কোনো অ্যাপ বা টুল ডাউনলোড করতে হবে না, রিভার্স ইমেজ সার্চের শর্টকাটে ক্লিক করলেই নির্দিষ্ট ছবি গুগলে আপলোড হয়ে যাবে এবং ডিফল্ট ব্রাউজারে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফলাফল জানা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিথ্যা তথ্য ও বিকৃত ছবি শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করা হোয়াটসঅ্যাপের অন্যতম লক্ষ্য। রিভার্স ইমেজ সার্চ সুবিধা ব্যবহারকারীদের ছবির উৎস চিহ্নিত করতে এবং তার বিশ্বাসযোগ্যতা যাচাই করতে সহায়তা করবে। ফলে বিভ্রান্তিমূলক কনটেন্ট বা আধেয় দ্রুত শনাক্ত করা যাবে।
রিভার্স ইমেজ সার্চ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ওয়েব সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি পরখ করতে পারছেন। শিগগিরই এ সুবিধা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: লাইভমিন্ট