trucaller-ব্যবহার করেন? আর পাবেন না এই সুবিধে, বন্ধ করে দেওয়া হলো পরিষেবা

অপরিচিত নম্বর শনাক্ত করার জন্য ট্রুকলার অ্যাপ বেশ জনপ্রিয়। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বেশ দরকারি অ্যাপ এটি। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

কোন এলাকার সিম, কার নামে সিম ইত্যাদি জেনে নেওয়া যায় সহজেই। সবচেয়ে সুবিধা হয় কোনো অবাঞ্ছিত ফোন এলে। এই যেমন বিভিন্ন কাস্টমার সার্ভিসের নম্বর থেকে কল এলে ট্রুকলারই দেখিয়ে দেয় তা স্প্যাম কল কি না। ফলে কোন ফোনটি রিসিভ করবেন এবং কোনটি এড়িয়ে যাবেন, সে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায়।

তবে এবার ট্রুকলার তাদের জনপ্রিয় এক ফিচার বন্ধ করেছে। সেটি হচ্ছে কল রেকর্ডিংয়ের সুবিধা। এখন থেকে ট্রুকলার অ্যাপে কল স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং হবে না। ট্রুকলার তাদের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার বন্ধ করেছে।

আগামী মাস থেকে গুগল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কল রেকর্ডিং নিষিদ্ধ করবে। এ নিষেধাজ্ঞার কথা সামনে আসা মাত্রই জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার তথা কল ব্লকার সংস্থা ট্রুকলার তার প্ল্যাটফর্ম থেকে কল রেকর্ডিং ফিচারটি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে।

ট্রুকলারের মুখপাত্র বলেন, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন পলিসি মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গুগলের আপডেটের জেরেই ট্রুকলার আর কল রেকর্ডিংয়ের সুবিধা অফার করতে পারবে না।

গুগল বহু বছর ধরেই কল রেকর্ডিং অ্যাপ এবং পরিষেবার বিরোধিতা করে আসছে। কারণ এটি বিশ্বাস করে, অ্যান্ড্রয়েড কল রেকর্ডিং আদতে ইউজারের গোপনীয়তার অপব্যবহার। এর জন্য সংস্থাটি একটি ওয়ার্নিংয়ের ব্যবস্থাও চালু করেছে, যা রেকর্ডিং শুরু হওয়ার আগে উভয় দিকেই নোটিফিকেশন শোনায়।

গুগল জানিয়েছে, তাদের পরিবর্তনটি শুধু তৃতীয় পক্ষের অ্যাপগুলোকে প্রভাবিত করবে। অর্থাৎ কোনো ব্র্যান্ডের ডিভাইসে ইনবিল্ট কল রেকর্ডিং ফিচার থাকলে তা কাজ করবে। কিন্তু প্লে স্টোর থেকে এ সংক্রান্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে তাতে কাজ হবে না। মে মাসের ১১ তারিখের পরই এ ফিচার আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy