TIPS: বাড়িতে বসে এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার রেশন কার্ড, শিখেনিন সহজ পদ্ধতি

এখন বাড়িতে বসে এক ক্লিকে বানিয়ে ফেলতে পারবেন আপনার রেশন কার্ড!- এক দেশ এক রেশন কার্ড (One nation one card) ব্যবস্থা লাগু হওয়ার পর থেকে প্রত্যেক নাগরিকের জন্য রেশন কার্ড থাকা আরও বেশি জরুরি হয়ে উঠেছে ৷ কেবল সস্তায় রেশন নেওয়ার জন্য নয়

পরিচয় পত্র হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মানা হয় রেশন কার্ডকে ৷ এই যোজনা লাগু হওয়ার পর থেকে যে কোনও রাজ্যের বাসিন্দা দেশের যে কোনও জায়গা থেকে রেশন নিতে পারবেন ৷ আধার ও প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ড থাকাও অত্যন্ত জরুরি ৷ আপনার কাছে রেশন কার্ড না থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ এবার বাড়িতে বসে স্মার্টফোন থেকে অনলাইনে রেশন কার্ডের (Apply online forration card) জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য প্রত্যেকটি রাজ্য একটি ওয়েবসাইট তৈরি করেছে ৷ আপনার রাজ্যের ওয়েবাসইটে গিয়ে রেশন কার্ডের জন্য সহজেই আবেদন করতে পারবেন ৷

রেশন কার্ড তিন ধরনের হয়
দারিদ্র সীমার উপরে (APL), দারিদ্রা সীমার নীচে (BPL), Antyodaya Anna Yojana (AAY) বার্ষিক আয়ের উপরে নির্ভর করবে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি ৷

আবেদনের জন্য কী কী শর্তাবলী রয়েছে ?
রেশন কার্ড তৈরির জন্য দেশের নাগরিক হতে হবে কোনও রাজ্যের রেশন কার্ড থাকলে আর আবেদন করা যাবে না যাঁর নামে রেশন কার্ড হবে তাঁর বয়স ১৮ বছরের বেশি হতে হবে পরিবারের প্রধানের নামে রেশন কার্ড হয়ে থাকে রেশন কার্ড যে সদস্যদের নাম যুক্ত করা হবে তাঁদের রেশন কার্ড হোল্ডারের নিকটতম সম্পর্ক হতে হবে

কীভাবে করবেন আবেদন
রেশন কার্ড বানানোর জন্য প্রথমে রাজ্য সরকারের ওয়েবসাইটে যেতে হবে এরপর Apply online for ration card লিঙ্কে ক্লিক করতে হবে রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিতে হবেরেশন কার্ড তৈরির জন্য ৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত শুল্ক দিতে হতে পারে ৷ আবেদন পত্র ফিলআপ করার পর পেমেন্ট করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে ফিল্ড ভেরিফিকেশনে আপনার আবেদনে দেওয়া তথ্য সঠিক পাওয়া গেলে আপনার রেশন কার্ড তৈরি হয়ে যাবে সাধারনত আবেদনের ৩০ দিনের মধ্যে ভেরিফিকেশন করা হয় ৷ সমস্ত ডিটেল ভেরিফাই করার পর সঠিক থাকলে রেশন কার্ড তৈরি হয়ে যাবে ৷ তথ্যে ভুল থাকলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy