
পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আরও একধাপ এগোল ভারত। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি এবার সাংস্কৃতিক ক্ষেত্রেও পাকিস্তানের উপর কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এবং মিডিয়া স্ট্রিমিং সংস্থাগুলিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত গান, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় এবং পডকাস্ট তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। এর ফলে ভারতের দর্শকরা আর কোনও ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনও বিনোদনমূলক কন্টেন্ট দেখতে পাবেন না।
উল্লেখ্য, পহেলগাম হামলার পরেই পাকিস্তানের সঙ্গে ভারত কার্যত সমস্ত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল। সেই সময় থেকেই সীমান্ত বন্ধ, আমদানি-রপ্তানি বন্ধ, ডাক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা, পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার সিদ্ধান্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কোনও আপস করবে না, সেই বার্তা আরও একবার স্পষ্ট করে দিয়ে সম্প্রতি, গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত।
তবে এর পরেও সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমিত হয়নি। পাকিস্তান লাগাতারভাবে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালেও জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানের দিক থেকে আসা গোলায় ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যা দুই দেশের মধ্যেকার সম্পর্কের অবনতিকেই আরও স্পষ্ট করে তোলে। এই উত্তেজনার আবহের মধ্যেই সংস্কৃতিক জগতেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আরও একটি পদক্ষেপ হিসেবে এই ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্তকে দেখা হচ্ছে।
সূত্র: Eisamay.com