OMG! সাত ফুট লম্বা আইফোন তৈরি করে বিশ্বরেকর্ড, দেখে অবাক সকলে

সাত ফুট লম্বা রেপ্লিকা আইফোন তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছেন প্রযুক্তিবিষয়ক ভিডিও নির্মাতা অরুণ রুপেশ। এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন।

এই আইফোন তৈরিতে গেজেট-বিল্ডিং বিশেষজ্ঞ ম্যাথু পার্কসের সহায়তা নিয়েছেন তিনি। তাদের তৈরি আইফোন-১৫ মডেলের মুঠোফোনটি অন্যান্যা আইফোনের মতো ব্যবহার করা যায়। অর্থাৎ এটি শুধুমাত্র দেখানোর জন্য তৈরি হয়নি। চাইলে ছবি তোলা থেকে শুরু করে সবই করা যাবে এই আইফোনে।

এর আগে বিশ্বে এত বড় আইফোন তৈরি করা হয়নি। ফলে এটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্ববৃহৎ আইফোন হিসেবে জায়গা করে নিয়েছে।

অরুণ রুপেশ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন, “আমার দল ও ম্যাট এমন কিছু করেছে যা আগে করা হয়নি। আমি গর্বিত। আমি গিনেজ বুকের নতুন নতুন রেকর্ডগুলো দেখে বড় হয়েছি। সেখানেই একটি রেকর্ড করেছি। যা অবিশ্বাস্য।”

গিনেড ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, অরুণ ২০১১ সালে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রিভিও দেওয়ায় ইউটিউবে তার বেশ ভালো পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে। আইফোন নির্মাতা অ্যাপলের ইউটিউবে যে পরিমাণ সাবস্ক্রাইবার আছে; সেটির চেয়ে অরুণের বেশি সাবস্ক্রাইবার হয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন অ্যাপলের একটি রেপ্লিকা আইফোন তৈরি করবেন।

অপরদিকে ম্যাথু অস্বাভাবিক বড় অথবা ক্ষুদ্রাকৃতির গ্যাজের তৈরি করে থাকেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy