NOKIA: নোকিয়া নিয়ে এলো রিপেয়ারেবল ফোন, নষ্ট হলে ঠিক করতে পারবেন নিজেই

নোকিয়া নিয়ে এলো নতুন স্মার্টফোন। ফোনের নাম দেওয়া হয়েছে নকিয়া জি৪২ ৫জি। কোম্পানি এটিকে তাদের প্রথম রিপেয়ারেবল ফোন বলে দাবি করছে। ফোনটির বিভিন্ন সমস্যা ব্যবহারকারী ঘরে বসেই ঠিক করে নিতে পারবেন। এমনই ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে।

আইফিক্সইট কোলাবরেশনের ফলে এই রিপেয়ারেবল ফোনটি ব্যবহারকারীদের খুব সহজেই ক্র্যাক স্ক্রিন, বেন্ট চার্জিং পোর্ট এবং ডিগ্রেডেড ব্যাটারি রিপ্লেস করতে দেবে। এতে স্টেপ বাই স্টেপ গাইডের মাধ্যমে কিছু পার্টস ব্যবহারকারীরা নিজেরাই রিপ্লেস করে নিতে পারেন।

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, জি৪২ হলো তাদের প্রথম রিপেয়ারেবল ৫জি ফোন, যাতে একটি ৬৫ শতাংশ রিসাইকলড ব্যাক কভার দেওয়া হয়েছে। এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রেজোলিউশন ৭২০ x ১৬১২ পিক্সেলস। এই ডিসপ্লেটি গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫জি প্রসেসর। মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই ফোনটির। একটি ৪ জিবি র্যাম ১২৮ জিবি র্যাম এবং অপরটি ৬ জিবি র্যাম ১২৮ জিবি র্যাম।

ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৫০ এমপি প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ২এমপি ডেপথ ক্যামেরা এবং আর একটি ২এমপি ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি ৮এমপি ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

এতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ৫০০০ এমএসিচ ব্যাটারি, যা এক নাগাড়ে তিন দিনের জন্য ব্যাকআপ দিতে পারে। সংস্থার দাবি, ফোনটি ৮০০ ফুল চার্জিং সাইকেলের পরেও ফোনটি ৮০ শতাংশ চার্জ ধরে রাখতে পারে।৮০০ ফুল চার্জিং সাইকেল সম্পন্ন হতে সময় নেবে চার বছর।

সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। টানা তিন বছরের সিকিওরিটি আপডেট এবং দুই বছরের ওএস আপগ্রেড পেয়ে যাবে ফোনটি। সো পার্পল এবং সো গ্রে এই দুটি রঙে ফোনটি নোকিয়ার অফিসিয়াল ওসেবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন। দাম সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

সূত্র: দ্য ভার্জ

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy