NOKIA: আঙুলের চেয়েও এই ফোন ছোট, জেনেনিন কত দাম ও কী কী ফিচার?

এক সময় ফোনের আকার ছিল বেশ বড়। প্রযুক্তির উত্থানের ফলে দিনকে দিন ছোট হয়ে এসেছে ফোন। এখন বাজারে এমন কিছু ফোন পাওয়া যাচ্ছে যেগুলো আঙুলের চেয়েও ছোট।
ছোট হলেও এতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হল এই ফোনটিকে আপনার খেলনা ফোনের মতো মনে হলেও, এতে কল করতে এবং রিসিভ করতে পারবেন। এই ফোনে আপনি সমস্ত ফিচার পাবেন, যা একটি বেসিক ফোনে থাকে।

এই তালিকায় অনেক ব্র্যান্ডের ফোন রয়েছে, যারা বাজারে তাদের সবচেয়ে ছোট ফোন লঞ্চ করেছে। এই আঙুলের আকারের ফোনগুলো আপনার সাধারণ চাহিদা পূরণ করতে পারবে। এমনই একটি মডেল কিচাওডা কে ১০ (Kechaoda K10)।

এই ফোনে আপনি ০.৬৬ ইঞ্চি ডিসপ্লে পাবেন। সেই সঙ্গে সিঙ্গেল সিমের সাপোর্ট পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার এবং ওয়্যারলেস এফএম-এরও অপশন পাবেন। আপনি এই ফোনে ৩০০ এমএএইচ ব্যাটারিসহ ফোনটি কিনতে পারবেন মাত্র ১০০০ টাকায়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy