দেড় দশকের ইতিহাস বলছে, সেপ্টেম্বরের কোনো এক মঙ্গলবার আসে নতুন আইফোনের ঘোষণা। আনকোড়া এক তথ্য ফাঁস থেকে এখন জানা যাচ্ছে, আসছে সেপ্টেম্বরের ঠিক কোন মঙ্গলবার হবে এটি।
অ্যাপল বিষয়ক খবরের সাইট আইড্রপনিউজ সম্প্রতি এই খবর ফাঁস করেছে বলে জানাচ্ছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। নিজের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইড্রপনিউজ বলছে, কাঙ্ক্ষিত তারিখটি ১৩।
টেকরেডার অবশ্য খানিকটা নুন মেখে চাটনি খাওয়ার মতোই এই তথ্য গিলতে বলেছে তার পাঠককে। দিনটি আসতে মেলা দেরি, এর মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। নানা সংগত কারণেই পণ্য ঘোষণার তারিখ সামনে-পেছনে ঠেলতে পারে অ্যাপল।
তথ্য ফাঁসকারী অবশ্য হলফ করে আইফোনের নিশ্চয়তা দিচ্ছেন না। তিনি বলছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ অ্যাপল একটি আয়োজন রাখছে। যেহেতু সেপ্টেম্বরেই অ্যাপল আইফোন ঘোষণা করে, এই তথ্য নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে টেকরেডার।
নিশ্চয়তা না দিলেও, কিছু সম্ভাবনার কথা বলেছেন সূত্র। এর মধ্যে রয়েছে আইফোন ১৪-র পাশাপাশি ম্যাক্স, প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণ, অ্যাপল ওয়াচ ৮ এবং ওয়াচের ‘এক্সট্রিম’ সংস্করণ- যেটি আউটডোর কার্যক্রমবান্ধব, কম দামের ওয়াচ এসই ২, এয়ারপডস প্রো ২ এবং নতুন ২০২২ সংস্করণের আইপ্যাড।
এতো সব পণ্যের কারণে অ্যাপল হয়তো সেপ্টেম্বরেই দুটি ইভেন্ট করতে পারে – মন্তব্য টেকরেডারের। ২০২০ সালেই এমন ঘটনা অ্যাপল ঘটিয়েছে। সেটা এবারও হলে হয়তো অ্যাপল ওয়াচ আর আইপ্যাডের জন্য একটি ইভেন্ট করে অন্য একটি ইভেন্ট রাখতে পারে আইফোনের জন্য।
এখন পর্যন্ত এর সবই অনুমান। অ্যাপল যেহেতু আয়োজনের এক-দুই সপ্তাহ আগে দাওয়াত পাঠাতে শুরু করে, সেই সময় আসার আগে নিশ্চিত করে কিছু বলারও সুযোগ নেই।