Google: অ্যানড্রয়েড ১৩ ও এআই প্রযুক্তি নিয়ে আসছে চমক, অপেক্ষায় ব্যবহারকারীরা

অ্যানড্রয়েডের ইকোসিস্টেমের সঙ্গে কাজ করে এমন ডেভেলপারদের জন্যই গুগলের বার্ষিক আই/ও। কিন্তু আমরা মাঝে মাঝে এখানে কিছু হার্ডওয়্যার এবং গুগলের ফিউচার পণ্যগুলো নিয়ে কিছু চমকপ্রদ ঘোষণা শুনতে পাই।

বার্ষিক আই/ও উদ্বোধন করবেন গুগলের প্রধান নির্বাহি কর্মকর্তা সুন্দর পিচাই। তিনি এ সময় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবেশবান্ধব প্রকল্প এবং প্রাইভেসি সম্পর্কে ধারণা দেবেন। আলোচনা হতে পারে অ্যানড্রয়েড ১৩ এবং পরবর্তী প্রজন্মের ওয়্যার ওএসের মতো প্রযুক্তি নিয়ে।

অনেকে ধারণা করছেন এ অনুষ্ঠানে পিক্সেল ওয়াচ এবং সাশ্রয়ীমূল্যের পিক্সেল সিক্সএ স্মার্টফোন দেখা পাওয়া যাবে। এআই সম্পর্কিত কিছু ঘোষণাও আসতে পারে। কিছু নতুন গুগল অ্যাসিসট্যান্ট ফিচার এবং আমাদের বাড়ির জন্য স্মার্ট স্পিকারসহ আরো কিছু ফিচারের হালনাগাদ করার ঘোষণা আসতে পারে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy