BigNews: ভারতে নিষিদ্ধ হলো জনপ্রিয় ‘BGMI GAME’, মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে

ভারতে নিষিদ্ধ হলো জনপ্রিয় গেম ‘ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ বা ‘বিজিএমআই’ (BattleGrounds Mobile India বা BGMI)। বৃহস্পতিবার গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় এই গেমিং অ্যাপ্লিকেশন।

এর আগে ভারতের নিরাপত্তা রক্ষার জন্য নিষিদ্ধ করা হয়েছিল এই গেমের পুরোনো সংস্করণ ‘পাবজি’ (PUBJ)। তারপর গত বছর পাবজির অনুরূপ নতুন ভার্সনে এই গেম চালু করে বিজিএমআই-এর নির্মাতা ক্রাফটন (Krafton)।

তবে, বিজিএমআই নিষিদ্ধের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। খবর রয়টার্সের।

চালু হওয়ার পর থেকে ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে শুরু করে ‘বিজিএমআই’ গেমটি। এ গেমকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিভিন্ন গেমিং প্রতিযোগিতা, ই-স্পোর্টস। তবে, হঠাৎ কেন এই গেম নিষিদ্ধ করা হলো, তার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অ্যাপ স্টোর থেকেই এ গেম সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতে কেন নিষিদ্ধ হলো বিজিএমআই?

আনুষ্ঠানিক বিবৃতি জারি না হলেও সূত্রের খবর, বিজিএমআই গেম খেলা নিয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে কারণেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে গেমটি। উল্লেখ্য, কিছুদিন আগে ভারতে ১৬ বছর বয়সি এক ছেলে তার মাকে গুলি হত্যা করে। কারণ, তিনি তাকে অনলাইন পাবজির মতো গেম খেলতে বারণ করেছিলেন। এ ঘটনাটি পার্লামেন্টের চলমান অধিবেশনেও উত্থাপিত হয়েছিল। সরকারের তরফে জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু নিষিদ্ধ অ্যাপ পরীক্ষা করছে, যা সম্প্রতি নতুন আঙ্গিকে প্রদর্শিত হয়েছে সেই একই বৈশিষ্ট্যসহ।

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর উল্লেখ করেন, ২০২০ সালে ভারতে পাবজি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু, নিষিদ্ধ অ্যাপগুলো নতুন রূপে পুনরুত্থিত হয়েছে, যা পাবজি মোবাইলের একটি নতুন সংস্করণ হিসেবে বিভ্রান্তিকর উপাদানগুলোকে ফের সঞ্চারিত করছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy