BigNews: ৪৬ হাজার একাউন্ট BAN করে দিলো Twiter, কড়া বার্তা দিলো সংস্থা

জনপ্রিয় শর্ট মেসেজ পরিষেবা নিয়ে সারা বিশ্বে জনপ্রিয় টুইটার। বিখ্যাত এই সংস্থা ভারতে প্রায় ৪৬ হাজার টুইটার ব্যবহারকারীর একাউন্ট বন্ধ করে দিলো। সবকটি একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন আগেই।

চাইল্ড পর্নোগ্রাফি , মাওবাদী কার্যকলাপ, কপিরাইট সহ একাধিক নিয়ম বহির্ভুত কাজ করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেই সব একাউন্ট। সংস্থার পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানায় হয়েছে টুইটারে কোনোরকম নিয়ম বহির্ভুত কাজ বরদাস্ত কড়া যাবে না।

সম্প্রতি ৯টু৫গুগলের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার নিয়ে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার। এরই মধ্যে বিভিন্ন ধরনের নতুন ফিচারের কাজ শুরু করেছে সাইটটি। খুব শিগগিরই লঞ্চ করতে পারে একটি নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে একটি টুইটেই একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যাবে।

টুইটারের নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র একটি টুইটের মাধ্যমেই ছবি ও ভিডিও দুটোই পোস্ট করতে পারবেন। বর্তমানে মিডিয়ার ক্ষেত্রে একটি টুইটে চারটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করা যায়। এছাড়াও শোনা যাচ্ছে যে টুইটারের নতুন ফিচারের মাধ্যমে আরও বেশি মিডিয়া ফাইল যুক্ত করা যাবে।

রিপোর্ট অনুযায়ী টুইটার কাজ করে চলেছে স্ট্যাটাস ফিচার নিয়ে। এই ফিচারের ইউজাররা অন্যদের স্ট্যাটাস দেখতে পারবেন। একই সঙ্গে সেখানে যোগ দিতে পারবেন এবং তা দেখতে পাবেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy