AI-দিয়ে ভিডিও তৈরির নতুন টুল চালু করল বাইদু, জেনেনিন কী কী মিলবে সুবিধে?

চীনের বৃহৎ সার্চ ইঞ্জিন কোম্পানি বাইদু এবার ভিডিও তৈরির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত টুল চালু করেছে। একই সঙ্গে নিজেদের সার্চ ফিচারেও এনেছে বড় পরিবর্তন। বুধবার বাণিজ্যিক ভিডিও তৈরির এই টুলটি উন্মোচন করেছে চীনা এই টেক জায়ান্ট।

বাইদু’র ছবি থেকে ভিডিও তৈরির নতুন এআই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘মিউজস্টিমার’। এটি সর্বোচ্চ ১০ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে সক্ষম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুলটি ‘টার্বো’, ‘প্রো’, এবং ‘লাইট’ নামে তিনটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে।

গত এক বছরে ওপেনএআই-এর মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো কেবল চ্যাটবট তৈরির মধ্যে সীমাবদ্ধ না থেকে ‘টেক্সট-টু-ভিডিও’ বা ‘ইমেজ-টু-ভিডিও’ প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে। চীনেও বাইটড্যান্স, টেনসেন্ট এবং আলিবাবা’র মতো প্রযুক্তি জায়ান্টরা এ ধরনের মডেল চালু করেছে।

রয়টার্স আরও জানিয়েছে, ওপেনএআই-এর ‘সোরা’-সহ অনেক প্রতিদ্বন্দ্বী পণ্য যেখানে সাধারণ ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে চালু হয়েছে, সেখানে বাইদু’র ‘মিউজস্টিমার’ আপাতত কেবল বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। বাইদু এখনও এটিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনো অ্যাপ হিসেবে চালু করেনি।

‘মিউজস্টিমার’ চালুর পাশাপাশি, বাইদু তাদের নিজস্ব সার্চ ইঞ্জিনেও একাধিক পরিবর্তন এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি নতুনভাবে ডিজাইন করা সার্চ বক্স, যা এখন আরও বড় ও বিস্তারিত প্রশ্ন নিতে সক্ষম। ব্যবহারকারীরা এখন ভয়েস এবং ছবি ব্যবহার করেও কোনো কিছু সার্চ করার সুবিধা পাবেন। এর পাশাপাশি, বাইদু’র নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে এখন আরও বেশি নির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দেখাবে চীনা এই সার্চ জায়ান্ট।

উল্লেখ্য, বাইটড্যান্সের ‘ডুবাও’ এবং টেনসেন্টের ‘ইউয়ানবাও’-এর মতো এআইভিত্তিক চ্যাটবটগুলো চীনে দিন দিন আরও জনপ্রিয় হয়ে ওঠায়, বাইদু ক্রমাগত তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে। এই নতুন টুল এবং সার্চ ফিচারে পরিবর্তন এনে বাইদু প্রতিযোগিতার এই বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy