ফেসবুক থেকে সরাসরি অ্যাপ নামানো যাবে, আসছে নতুন ফিচার

গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের পরিবর্তে ফেসবুক থেকেই সরাসরি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ নামানো যাবে। ফলে অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতারা সহজেই ফেসবুকের মাধ্যমে নিজেদের তৈরি অ্যাপ বাজারজাত করতে পারবেন। নতুন এ সুবিধা চালু হলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ফেসবুক।

জানা গেছে, নতুন এ সুবিধা চালু হলে ফেসবুকে নিজেদের তৈরি অ্যাপের বিজ্ঞাপন দিতে হবে অ্যাপ নির্মাতাদের। বিজ্ঞাপনে ক্লিক করলেই ফেসবুক ব্যবহারকারীর যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। ফলে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে প্রবেশ করে অ্যাপ নামাতে হবে না।

এ বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র টম চ্যানিক জানিয়েছেন, অ্যাপ প্রকাশ ও বিতরণের ক্ষেত্রে আমরা সব সময় অ্যাপ নির্মাতাদের সহযোগিতা করতে চাই। নতুন এ সুযোগের ফলে প্রতিযোগিতাও বাড়বে। ব্যবহারকারীর কাছে অ্যাপ সহজে পৌঁছে দেওয়ার জন্য অ্যাপ নির্মাতাদের কাছে একাধিক সুযোগ থাকা দরকার।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এ সুবিধা চালু করা হতে পারে।প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বসবাসকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। নতুন এ সুবিধা চালু হলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে বলে আশা করছে মেটা।