SBI: ঘরে বসেই পেয়ে যাবেন ৩৫ লক্ষ টাকা, STATE BANK ঘোষণা করলো বিশেষ পরিষেবা

ভারতের অন্যতম বড় ও বিশ্বাসযোগ্য ব্যাংক হলো স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ নগ্রাহক সংখ্যায় এই ব্যাঙ্ক এখনো রয়েছে প্রথম সারিতে।

সম্প্রতি স্টেটব্যাক কর্তৃপক্ষ গ্রাহকদের কথা মাথায় রেখেই ঘোষণা করেছে নতুন এক পরিষেবার কথা। নতুন এক বিশেষ অফার অনুযায়ী এসবিআইএর গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে নিতে পারবেন সর্বচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত লোন। বাড়িতে বসেই ব্যাংকের ভিড়ে ঠেলাঠেলি না করেই বড় অংকের লোনের সুযোগ পাবেন গ্রাহকরা।

জেনেনিন কিভাবে পাবেন লোন-

রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্ক ঘোষণা করেছে YONO অ্যাপের মাধ্যমে এক্সপ্রেস ক্রেডিট দেওয়ার। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে তাদের বেতনভুক্ত গ্রাহকরা পাবেন এই বিশেষ সুবিধা।

1) তাদের যে সকল গ্রাহকদের স‍্যালারি একাউন্ট আছে তারা এই 35 লক্ষ পর্যন্ত ব্যক্তিগত ঋণের সুবিধা পাবেন।

2) ব্যাংকের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া ক্যাটাগরি গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করলেই পাবেন এই সুবিধা। এসবিআইএর বিশেষ এই তালিকায় থাকছে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন কর্মী, ব্যাংক প্রতিরক্ষা বিভাগের বেতনভুক্ত ব্যক্তিরা।

3) পুরো প্রক্রিয়াটি হবে অনলাইন প্রক্রিয়ায়। এসবিআইএর বিশেষ ঘোষণায় উপকৃত হবেন দেশের একাধিক বেতনভুক কর্মী।