WhatsApp-এ সন্তানের চ্যাট ও নিরাপত্তায় নজর রাখতে পারবেন বাবা-মা, জেনেনিন কিভাবে?

নিত্যনতুন ফিচারে ইউজারদের চমকে দিতে হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার। তবে এবার চ্যাটিংয়ের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের অনলাইন নিরাপত্তায়। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা যাতে সাইবার অপরাধী বা স্ক্যামারদের কবলে না পড়ে, সেজন্য এক শক্তিশালী ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার আনতে চলেছে মেটা-র মালিকানাধীন এই অ্যাপটি। মূলত সন্তানদের ডিজিটাল সুরক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ।
জনপ্রিয় টিপস্টার ‘ডব্লিউএবিটাইনফো’ (WABetaInfo) জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই বিটা ইউজারদের জন্য উন্মুক্ত করা হতে পারে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে অভিভাবকরা একটি প্রাইমারি অ্যাকাউন্টের সাহায্যে তাদের সন্তানের সেকেন্ডারি অ্যাকাউন্টের ওপর নজরদারি চালাতে পারবেন। তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নীতি বজায় থাকায় অভিভাবকরা চ্যাটের ব্যক্তিগত আলাপচারিতা পড়তে পারবেন না। বরং তারা দেখতে পাবেন সন্তান কাদের সঙ্গে যোগাযোগ করছে এবং কতক্ষণ অ্যাপে সময় কাটাচ্ছে।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো—অভিভাবকরা চাইলে সন্তানের প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’ এবং ‘অ্যাবাউট’ সেকশন কারা দেখতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি কোনো অপরিচিত নম্বর থেকে মেসেজ বা কল আসার পথও বন্ধ করে দেওয়া যাবে। শুধু কন্ট্যাক্ট লিস্টে থাকা পরিচিত ব্যক্তিরাই শিশুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এছাড়া শিশুরা যাতে কোনো ক্ষতিকারক বা অপরিচিত লিঙ্কে ক্লিক করতে না পারে, সেজন্য প্রাইভেসি সেটিংসে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ পাবেন মা-বাবারা।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় শিশুদের গতিবিধি ট্র্যাক করা অভিভাবকদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ সেই সমস্যার সমাধান করবে। ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ণ রেখেও শিশুদের একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ উপহার দেওয়াই এই ফিচারের মূল লক্ষ্য।