ফোল্ডেবল আইফোন-স্মার্ট গ্লাস, ২০২৬ -এ কঠিন পরীক্ষায় নামছে অ্যাপল

২০২৫ সালটি অ্যাপলের জন্য ছিল স্বপ্নের মতো। আইফোন ১৭ সিরিজের আকাশছোঁয়া সাফল্য আর এম৫ চিপের দাপটে পকেট ভরেছে টিম কুকের কোম্পানির। তবে সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়েও ২০২৬ সালের জন্য বড় চ্যালেঞ্জের মুখে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর চাপের মুখে ২০২৬ সালে একগুচ্ছ ‘গেম চেঞ্জার’ পণ্য আনতে চলেছে ক্যালিফোর্নিয়ার এই টেক জায়ান্ট।

২০২৬-এ অ্যাপলের যে পণ্যগুলো কাঁপাবে বাজার:

  • আইফোন ফোল্ড: বহু প্রতীক্ষার পর অবশেষে ২০২৬ সালে আসতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন। এর ভেতরের ডিসপ্লে হতে পারে ৭.৮ ইঞ্চি। তবে প্রিমিয়াম এই ফোনের সম্ভাব্য দাম ধরা হচ্ছে প্রায় ২ হাজার ৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা)।

  • সাশ্রয়ী ম্যাকবুক: ছাত্রদের এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য মাত্র ৫০০-৬০০ ডলারের (প্রায় ৫০-৬০ হাজার টাকা) মধ্যে সস্তা ম্যাকবুক আনতে পারে অ্যাপল। এতে আইফোনের এ-সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে।

  • স্মার্ট গ্লাস ও হোমপ্যাড: মেটা ও গুগলের সঙ্গে পাল্লা দিতে অ্যাপল আনছে নিজস্ব ‘স্মার্ট গ্লাস’। এছাড়া ঘরোয়া ব্যবহারের জন্য ৭ ইঞ্চি টাচস্ক্রিনযুক্ত ‘হোমপড টাচ’ আসার গুঞ্জন রয়েছে।

  • নতুন প্রজন্মের সিরি: ২০২৬ সালের সবচেয়ে বড় চমক হতে চলেছে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’-র মেকওভার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এটি হবে আরও বুদ্ধিমান ও মানবিক।

চ্যালেঞ্জ যেখানে: প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শুধু নতুন হার্ডওয়্যার নয়, ২০২৬ সালে অ্যাপলের আসল পরীক্ষা হবে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে। গুগল ও মেটা যেখানে অনেকটা এগিয়ে গেছে, সেখানে অ্যাপল তাদের নতুন সিরি এবং এআই ফিচার দিয়ে কতটা টেক্কা দিতে পারে, সেটাই এখন দেখার।