মানুষের জায়গা কি নেবে রোবট? সিইএস ২০২৬-এ আসছে স্যামসাংয়ের ‘ব্যালি’, নজর কাড়বে এনভিডিয়ার সুপার চিপ!

বিশ্বের বৃহত্তম এবং সবথেকে প্রভাবশালী প্রযুক্তি মেলা ‘কনজ্যুমার ইলেকট্রনিকস শো’ (CES) ২০২৬-এর পর্দা উঠতে চলেছে আগামী জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনটি কেবল নতুন পণ্য উন্মোচনের মঞ্চ নয়, বরং আগামী এক বছর পৃথিবী কোন প্রযুক্তির পথে হাঁটবে, তার দিকনির্দেশনা দেবে।
শুরুতেই স্যামসাংয়ের ‘ফার্স্ট লুক’: প্রদর্শনীর আনুষ্ঠানিক শুরুর আগেই ৪ জানুয়ারি ‘দ্য ফার্স্ট লুক’ ইভেন্টের মাধ্যমে চমক দেবে স্যামসাং। প্রতিষ্ঠানের ডিএক্স বিভাগের সিইও টি এম রোহ জানাবেন, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে বদলে দেবে। সবার নজর থাকবে স্যামসাংয়ের দীর্ঘ প্রতীক্ষিত গোলাকার রোবট ‘ব্যালি’-র দিকে, যা ঘরোয়া সহকারী হিসেবে নতুন রূপে আত্মপ্রকাশ করতে পারে।
৫ জানুয়ারির মেগা সেশন: একই দিনে প্রযুক্তি বিশ্বের তিন মহারথী এলজি, ইন্টেল এবং এনভিডিয়া তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সামনে আনবে। এলজি তাদের ‘ইনোভেশন ইন টিউন উইথ ইউ’ থিমে এআই-ভিত্তিক হোম অ্যাপ্লায়েন্স দেখাবে। অন্যদিকে, প্রসেসর দুনিয়ায় ঝড় তুলতে ইন্টেল আনছে ‘কোর আল্ট্রা সিরিজ থ্রি’ এবং এএমডি তাদের নতুন ‘রাইজেন’ চিপ। তবে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং-এর কী-নোট, যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন এআই কম্পিউটিংয়ের ভবিষ্যৎ উন্মোচিত হবে।
চিপসেট ও ডিসপ্লের লড়াই: এবারের মেলায় ইন্টেল তাদের ‘প্যানথার লেক’ সিরিজ এবং কোয়ালকম ল্যাপটপের জন্য ‘স্নাপড্রাগন এক্স২ এলিট’ চিপ প্রদর্শন করতে পারে। ডিসপ্লে প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে স্যামসাং ও এলজি নিয়ে আসছে ৫৫ থেকে ১১৫ ইঞ্চির বিশাল মাইক্রো আরজিবি টিভি। সনি-ও পিছিয়ে নেই, তারা আনতে পারে ‘ট্রু আরজিবি’ ডিসপ্লে প্রযুক্তি।
স্মার্ট ডিভাইস ও রোবটিক্স: ৬ জানুয়ারি লেনোভো তাদের ‘টেক ওয়ার্ল্ড’ সম্মেলনে স্মার্ট এআই প্রযুক্তির ভবিষ্যৎ তুলে ধরবে। মটোরোলার নতুন এআই ফোল্ডেবল ফোন নিয়েও ব্যাপক গুঞ্জন রয়েছে। এছাড়া এআই-নির্ভর রোবট ভ্যাকুয়াম এবং স্বয়ংক্রিয় নেভিগেশন ডিভাইসগুলো এবারের প্রদর্শনীর অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে।