Google-ফটোস মুখ শনাক্ত করে প্রিয়জনের ছবি খুঁজে দেবে, জেনেনিন ব্যবহার

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ছবি জমানোর সবচেয়ে নিরাপদ ঠিকানা হলো ‘গুগল ফটোস’। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করতে গুগল এবার নিয়ে এল একটি দুর্দান্ত স্মার্ট ফিচার। এখন থেকে আপনার গ্যালারিতে থাকা হাজার হাজার ছবির ভিড় থেকে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা আপনার প্রিয় পোষা প্রাণীর ছবি খুঁজে পাওয়া হবে আরও সহজ।

কী এই নতুন ফিচার? গুগল ফটোসের নতুন এই আপডেটে ‘পিপুল অ্যান্ড পেটস’ (People & Pets) সেকশনটিকে আরও স্মার্ট করা হয়েছে। এটি ডিফল্টভাবে আপনার লাইব্রেরিতে থাকা সেই মুখগুলোকে অগ্রাধিকার দেবে, যাদের ছবি আপনি সবচেয়ে বেশি তোলেন। অ্যাপের থ্রি-ডট মেনুতে ট্যাপ করে এই পেজে গেলেই গুগল ফটোসের শনাক্ত করা সব মুখ একসাথে তালিকাভুক্ত অবস্থায় দেখা যাবে।

কারা পাবেন এই সুবিধা? গুগল ইতিমধ্যেই ধাপে ধাপে এই ফিচারটি রোলআউট করা শুরু করেছে। বিশেষ করে গুগল পিক্সেল ১০ প্রো ডিভাইসে ফটোস অ্যাপের ৭.৫৭.৮৪৩ সংস্করণে এই ফিচারটি কার্যকর দেখা গেছে। তবে আপনি যদি এখনো এটি না পেয়ে থাকেন, তবে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। মনে রাখবেন, এই সুবিধা পেতে হলে আপনার ফোনে ‘ফেস গ্রুপস’ (Face Groups) অপশনটি চালু থাকতে হবে।

কীভাবে চালু করবেন ‘ফেস গ্রুপস’ ফিচার? খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি এই ফিচারটি সক্রিয় করতে পারেন:

১. প্রথমে আপনার ফোনে থাকা Google Photos অ্যাপটি ওপেন করুন।

২. প্রোফাইল আইকনে ট্যাপ করে Settings-এ যান।

৩. সেখান থেকে Privacy অপশনে ক্লিক করুন।

৪. এবার Face Groups অপশনটি খুঁজে বের করুন এবং এর পাশের Toggle বা সুইচটি অন করে দিন।

এই ফিচারটি অন করলেই গুগল আপনার গ্যালারির ছবিগুলো বিশ্লেষণ করে একই ব্যক্তির ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে সাজিয়ে দেবে। ফলে মুহূর্তের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি খুঁজে পাবেন।