শীতে গিজার বিস্ফোরণ এড়াতে যে ভুল করবেন না, জেনেনিন কী কী?

শীতের সকালে গরম জলে স্নান আরামদায়ক হলেও, সামান্য অসতর্কতায় আপনার বাথরুমের গিজারটি হয়ে উঠতে পারে এক জীবন্ত বোমা। প্রতি বছর শীতকালে গিজার বিস্ফোরণের খবর আমাদের ভাবিয়ে তোলে, যার মূলে থাকে আমাদেরই কিছু মারাত্মক ভুল।

সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে গিজার দীর্ঘ সময় চালু রাখায়। ঘণ্টার পর ঘণ্টা গিজার অন রাখলে ট্যাঙ্কের ভেতরে জলের চাপ ও তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়, যা সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেলে ট্যাঙ্ক ফেটে যেতে পারে। এছাড়া অনেক সময় স্নানের পর সুইচ বন্ধ করতে ভুলে যাওয়াও বড় বিপদের কারণ।

বিস্ফোরণের আরেকটি প্রধান কারণ হলো ‘সেফটি ভালভ’ ও ‘থার্মোস্ট্যাট’ বিকল হওয়া। নিয়মিত সার্ভিসিং না করলে এই যন্ত্রাংশগুলোর ত্রুটি বোঝা যায় না, ফলে জলের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না। পাশাপাশি, বাথরুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে গ্যাস গিজার থেকে বিষাক্ত গ্যাস জমে শ্বাসকষ্ট বা মৃত্যু পর্যন্ত হতে পারে। পুরোনো ও মরিচা ধরা গিজার ব্যবহার করাও সমান ঝুঁকিপূর্ণ। নিরাপদ থাকতে স্নানের ঠিক আগে গিজার চালান এবং কাজ শেষ হওয়া মাত্রই সুইচ বন্ধ করুন। মনে রাখবেন, সচেতনতাই আপনার জীবন বাঁচাতে পারে।