ফেসবুকে আয় কমছে কেন? রিলস ও ভিডিও মনিটাইজেশনে বড় ধাক্কা!

ফেসবুক এখন আর কেবল বিনোদনের জায়গা নয়, অনেকের কাছে এটি আয়ের প্রধান উৎস। কিন্তু সম্প্রতি মেটার এক নতুন সিদ্ধান্তের ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। অনেক ক্রিয়েটরের দাবি, আগে যেখানে প্রতিদিন ২০-২৫ ডলার আয় হতো, এখন তা নেমে এসেছে তলানিতে। বিশেষ করে রিলস ও ভিডিও মনিটাইজেশনের নতুন নিয়মের ফলে আয়ের গ্রাফ নাটকীয়ভাবে কমে গেছে বলে অভিযোগ উঠছে।
আয় কমে যাওয়ার নেপথ্যে প্রধান কারণ হলো মেটার নতুন ‘একক মনিটাইজেশন পদ্ধতি’। আগে ইন-স্ট্রিম অ্যাডস ও রিলস বোনাস আলাদা ছিল, এখন সব কিছুকে একটি সিস্টেমের আওতায় আনা হয়েছে। এছাড়া রিলসের জন্য বরাদ্দ সেই ১ বিলিয়ন ডলারের বোনাস ফান্ডও প্রায় শেষ। ফলে ক্রিয়েটরদের এখন শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি কপিরাইট ও স্প্যাম কনটেন্টের বিরুদ্ধে মেটা এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, যার ফলে অনেক জনপ্রিয় পেজও রিচ হারাচ্ছে।
এই সংকট থেকে বাঁচতে হলে ক্রিয়েটরদের এখন সম্পূর্ণ অরিজিনাল ও উচ্চমানের ভিডিও তৈরিতে মনোযোগ দিতে হবে। অন্যের কনটেন্ট কপি করা বা স্প্যামি লিঙ্ক শেয়ার করা এখন আয়ের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। আয়ের সমস্যা নিয়ে সাপোর্ট টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।