ফেসবুকে এখন লিংক শেয়ার করতে খরচ হবে টাকা, জেনেনিন কি এই নিয়ম?

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার ফেসবুকের অত্যন্ত সাধারণ এবং প্রয়োজনীয় একটি ফিচারে ‘পেইড সাবস্ক্রিপশন’ চালুর পরীক্ষা শুরু করেছে। এখন থেকে ফেসবুকে লিংক শেয়ার করার ক্ষেত্রেও মাসিক ফি দিতে হতে পারে। পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে জানানো হয়েছে যে, মাসে একটি নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক শেয়ার করতে হলে তাদের ৯.৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২২১ টাকা) গুনতে হবে।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ম্যাট নাভারা জানান, মেটা এখন প্ল্যাটফর্মের প্রতিটি অংশ থেকে আয় বাড়াতে মরিয়া। আগে নীল টিক বা ভেরিফিকেশনের জন্য টাকা নেওয়া শুরু হলেও, এখন কনটেন্ট ডিস্ট্রিবিউশন বা অন্য ওয়েবসাইটের ট্রাফিকের মতো মৌলিক ফিচারেও মূল্য নির্ধারণ করা হচ্ছে। নাভারা নিজেই একটি নোটিফিকেশন পেয়েছেন যেখানে বলা হয়েছে, সাবস্ক্রিপশন না নিলে ১৬ ডিসেম্বর থেকে তিনি মাসে সর্বোচ্চ দুটি লিংকই শেয়ার করতে পারবেন।

মূলত ‘প্রফেশনাল মোড’ ব্যবহারকারী এবং পেজ পরিচালনাকারীদের ওপর এই পরীক্ষা চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্রিয়েটর এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা ফেসবুককে ট্রাফিক বা আয়ের উৎস হিসেবে ব্যবহার করে, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। ইলন মাস্কের ‘এক্স’ (টুইটার)-এর পথে হেঁটে মেটা এবার প্রমাণ করে দিচ্ছে যে, কোনো প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ব্যবসার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।