AI-দিয়ে ছবি তৈরির নতুন মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দুনিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখতে বড়সড় ধামাকা করল চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই (OpenAI)। ছবি তৈরির সিস্টেমে আমূল পরিবর্তন এনে তারা বাজারে অবমুক্ত করল তাদের নতুন প্রধান মডেল ‘জিপিটি ইমেজ ১.৫’ (GPT Image 1.5)

মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে কোম্পানিটি জানায়, নতুন এই মডেলটি শুধুমাত্র দ্রুত নয়, বরং মানুষের সৃজনশীল চিন্তাকে আরও নিখুঁতভাবে ছবিতে রূপান্তর করতে সক্ষম।

নতুন মডেলে কী কী বিশেষ সুবিধা থাকছে?

  • রকেট গতি: আগের মডেলগুলোর তুলনায় এটি প্রায় ৪ গুণ দ্রুত ছবি তৈরি করতে পারে।

  • নিখুঁত এডিটিং: ব্যবহারকারীর নির্দেশনা বা ‘প্রম্পট’ এখন আরও গভীরভাবে বুঝবে এই এআই। ছবির মূল ভাব ঠিক রেখে পোশাকের রঙ, স্টাইল কিংবা চুলের ধরন বদলে দেওয়া যাবে নিমিষেই।

  • নতুন ইন্টারফেইস: চ্যাটজিপিটির সাইডবারে যুক্ত হচ্ছে ‘ইমেজ’ (Image) নামক একটি আলাদা ট্যাব। যেখানে জনপ্রিয় ফিল্টার ও নতুন নতুন আইডিয়া আগে থেকেই সাজানো থাকবে।

প্রতিযোগিতায় এগিয়ে থাকার লড়াই

গুগলের ‘ন্যানো ব্যানানা’ মডেলটি জনপ্রিয় হওয়ার পর এআই ল্যাবগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই আরও তীব্র হয়েছে। সেই চাপ সামলাতেই ওপেনএআই তাদের এই নতুন মডেলটিকে একটি পূর্ণাঙ্গ ‘সৃজনশীল স্টুডিও’ হিসেবে তুলে ধরছে। কোম্পানিটির মতে, এআই এখন আর শুধু মজার ছবি বানানোর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন পেশাদার ব্যবসা ও কর্পোরেট কাজের অপরিহার্য অংশ।

ওপেনএআই-এর অ্যাপ্লিকেশন বিভাগের সিইও ফিদজি সিমো বলেন, “এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটি হয়ে উঠছে দ্রুত ও সহজ এক স্টুডিও, যা দৈনন্দিন জীবনের ছবি এডিট থেকে শুরু করে পণ্যের ব্রান্ডিং—সব কাজেই বিপ্লব আনবে।”

বুধবার থেকেই বিশ্বের সমস্ত ব্যবহারকারীর জন্য এই নতুন ফিচারটি রোল-আউট করা শুরু হয়েছে। এখন থেকে চ্যাটজিপিটি ব্যবহার করা হবে আরও রঙিন ও প্রাণবন্ত।