WhatsApp-এ মেসেজ ফরওয়ার্ড করার সময় মিলবে নয়া সুবিধা, জেনেনিন কি?

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ হচ্ছে নতুন মাত্রা। গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা ভিডিও অনেককে একসঙ্গে পাঠাতে গিয়ে আর হ্যাপা পোহাতে হবে না। দীর্ঘদিনের এক সমস্যার সমাধানে এবার আমূল পরিবর্তন আনতে চলেছে মার্ক জুকারবার্গের মেটা।

সমস্যা কোথায় ছিল?

বর্তমানে কোনো মেসেজ একাধিক মানুষকে ফরোয়ার্ড করতে গেলে এক এক করে কনট্যাক্ট বেছে নিতে হয়। এতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, অন্যদিকে বারবার একই কাজ করা বেশ বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে বড় কোনো ইভেন্ট বা দরকারি তথ্য শেয়ার করার সময় এই সীমাবদ্ধতা ইউজারদের বেশ বিপাকে ফেলে।

নতুন ফিচারে কী জাদু আছে?

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo-এর রিপোর্ট অনুযায়ী, এবার মেসেজ ফরোয়ার্ড করার অপশনের মধ্যেই ‘নতুন গ্রুপ’ (Create New Group) তৈরির সুবিধা পাওয়া যাবে। এর ফলে:

  • আলাদা করে আগে গ্রুপ তৈরি করার প্রয়োজন পড়বে না।

  • ফরোয়ার্ড করার সময় একাধিক ইউজারকে বেছে নিলেই তৎক্ষণাৎ একটি গ্রুপ তৈরি হবে।

  • সেই নতুন গ্রুপেই সঙ্গে সঙ্গে মেসেজটি পৌঁছে যাবে।

কবে আসবে এই সুবিধা?

আপাতত এই বিশেষ ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (Beta Version) রয়েছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি রোল-আউট করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যোগাযোগের গতি যেমন বাড়বে, তেমনি বারবার কনট্যাক্ট খোঁজার ঝক্কিও কমবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নিজেদের প্ল্যাটফর্মে বদল আনছে। এই নতুন ফরোয়ার্ড শর্টকাট ফিচারটি সাধারণ মানুষের প্রতিদিনের যোগাযোগকে আরও সহজ করে তুলবে।