হ্যাকারের হাতে আপনার তথ্য? ১৬ ফেব্রুয়ারি থেকে চিরতরে বন্ধ হচ্ছে এই ফ্রি পরিষেবা

ইন্টারনেটের অন্ধকার জগত বা ‘ডার্ক ওয়েব’-এ আপনার নাম, ইমেইল বা ফোন নম্বর ফাঁস হয়েছে কি না, তা জানার দিন শেষ হতে চলেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল (Google) ঘোষণা করেছে যে, তারা তাদের জনপ্রিয় ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ (Dark Web Report) পরিষেবাটি বন্ধ করে দিচ্ছে। ২০২৬ সালের শুরু থেকেই ব্যবহারকারীরা আর এই নিরাপত্তা টুলের কোনো নোটিফিকেশন পাবেন না।

কেন এই আকস্মিক সিদ্ধান্ত? প্রযুক্তি সাইট ‘এনগ্যাজেট’-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল একটি ইমেল বার্তায় জানিয়েছে যে ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী এই টুলটি খুব একটা কার্যকর প্রমাণিত হয়নি। টুলটি তথ্য ফাঁসের খবর দিলেও, সেই বিপদ থেকে বাঁচার জন্য ব্যবহারকারীকে পরে কী করতে হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দিতে পারত না। তাই গুগল এখন এমন কিছু নতুন টুল তৈরিতে মন দিচ্ছে, যা ব্যবহারকারীদের শুধু সতর্কই করবে না, বরং কার্যকর পদক্ষেপ নিতেও সাহায্য করবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা: গুগল ইউজারদের জন্য দুটি গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেছে:

  • ১৫ জানুয়ারি, ২০২৬: নতুন করে ডার্ক ওয়েব ফলাফল মনিটর করা বন্ধ করে দেবে গুগল।

  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬: ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে থাকা পুরনো রিপোর্টগুলো দেখার সুযোগও হারাবেন।

ব্যবহারকারীদের করণীয়: আপনার ব্যক্তিগত তথ্য বর্তমানে ডার্ক ওয়েবে আছে কি না তা এখনই পরীক্ষা করে নিন। আপনি চাইলে গুগল অ্যাকাউন্টের অফিশিয়াল পেজের ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ বিভাগে গিয়ে আপনার মনিটরিং প্রোফাইলটি এখনই মুছে ফেলতে পারেন।

উল্লেখ্য, আগে এই পরিষেবাটি কেবল গুগলের পেইড সাবস্ক্রাইবারদের (Google One) জন্য থাকলেও, ২০২৪ সাল থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই এটি বন্ধের সিদ্ধান্ত নিল কোম্পানিটি।