স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী ‘লিও’ চালু করল অ্যামাজন, জমে উঠবে কি লড়াই?

মহাকাশে আধিপত্য বিস্তারের লড়াই এবার ইন্টারনেট সেবায়। ইলন মাস্কের স্টারলিংক (Starlink) স্যাটেলাইটের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্যাটেলাইট ইন্টারনেট সেবা উন্মোচন করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon)। কোম্পানিটি দাবি করেছে, এটি হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যার মাধ্যমে মাস্কের স্পেসএক্স কোম্পানির স্টারলিংকের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে।
আগে ‘প্রজেক্ট কাইপার’ নামে পরিচিত এই নতুন সেবাটির নাম রাখা হয়েছে ‘অ্যামাজন লিও’ (Amazon Leo)।
স্যাটেলাইটে পিছিয়ে, গতিতে এগিয়ে
ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুসারে, স্যাটেলাইটের সংখ্যায় অ্যামাজন স্টারলিংকের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে:
-
স্টারলিংক: বর্তমানে স্টারলিংকের প্রায় সাড়ে আট হাজার সক্রিয় স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে।
-
অ্যামাজন লিও: অ্যামাজনের বর্তমানে স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে মাত্র দেড়শটি। যা স্টারলিংকের তুলনায় ২ শতাংশেরও কম।
কিন্তু স্যাটেলাইটের সংখ্যা কম হলেও, গতির ক্ষেত্রে অ্যামাজন বাজিমাত করার দাবি করেছে।
-
অ্যামাজনের দাবি, তাদের বিভিন্ন স্যাটেলাইট নতুন ‘লিও আল্ট্রা অ্যান্টেনা’-কে সর্বোচ্চ ১ গিগাবিট পার সেকেন্ড (Gbps) ডাউনলোড গতি দেবে। অ্যামাজনের দাবি, এটি এই সময়ের ‘সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক ফেজড অ্যারে অ্যান্টেনা’।
-
এই গতি যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময়ে স্টারলিংকের প্রায় ২০০ এমবিপিএস (Mbps) গতির তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
যদিও স্টারলিংক বর্তমানে এই সেবা দিয়ে ২০ লাখেরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। অন্যদিকে, স্পেসএক্স ২০২৬ সালের মধ্যে ১ গিগাবিট গতির সেবা চালুর পরিকল্পনা করছে।
বেজোসের পক্ষ থেকে মাস্ককে সর্বশেষ চ্যালেঞ্জ
অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোসের পক্ষ থেকে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে দেওয়া এটি সর্বশেষ চ্যালেঞ্জ। এর আগেও নাসার লাভজনক মহাকাশ উৎক্ষেপণ চুক্তি পেতে বেজোসের ব্লু অরিজিন (Blue Origin) ও মাস্কের স্পেসএক্স (SpaceX) একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ভবিষ্যতে অ্যামাজন মোট ৩ হাজার ২৩৬টি লিও স্যাটেলাইট দিয়ে একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে। অন্যদিকে স্পেসএক্স তাদের স্টারলিংক নেটওয়ার্ককে ১২ হাজার স্যাটেলাইট পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে।
সীমিতভাবে চালু হয়েছে সেবা
বর্তমানে সীমিত সংখ্যক ব্যবসায়িক গ্রাহকের জন্য ‘অ্যামাজন লিও’ পাওয়া যাচ্ছে। কোম্পানিটির প্রাথমিক গ্রাহকদের মধ্যে রয়েছে জ্বালানি কোম্পানি হান্ট এনার্জি নেটওয়ার্ক, ওয়্যারলেস যোগাযোগ কোম্পানি ভানু ইনকর্পোরেটেড এবং এয়ারলাইন কোম্পানি জেটব্লু।
কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিস ওয়েবার বলেছেন, “চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করা বিভিন্ন ব্যবসার জন্য বিশাল সুযোগ তৈরি করেছে অ্যামাজন লিও। আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে বিশ্বের জটিল কিছু ব্যবসা ও সরকারি গ্রাহকের চাহিদা পূরণ করতে পারে এটি।”
ধারণা করা হচ্ছে, আগামী বছরেই আরও বড় পরিসরে চালু হবে অ্যামাজনের এই দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা।