ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে Oppo Reno 15 সিরিজ! আসছে মিনি ফোন-সহ ৩ মডেল, দেখুন সম্ভাব্য ফিচার

বছরের শেষ লগ্নে এসে স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে অপ্পো (Oppo)। খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে তাদের নতুন Oppo Reno 15 সিরিজ। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে প্রযুক্তি মহলের অনুমান, আগামী ডিসেম্বর মাসেই এই স্মার্টফোন সিরিজটি বাজারে আসতে পারে।

আসছে তিনটি মডেল:

শোনা যাচ্ছে, অপ্পো রেনো ১৫ সিরিজে মোট তিনটি ফোন লঞ্চ হতে পারে— Oppo Reno 15, Oppo Reno 15 Pro এবং সবচেয়ে আকর্ষণীয় মডেল Oppo Reno 15 Mini

  • Oppo Reno 15 Mini: এই সিরিজের সবচেয়ে ছোট ফোন হতে চলেছে এটি। এতে মাত্র ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। যারা ছোট আকারের ফোন পছন্দ করেন, তাদের জন্য এই মডেলটি বিশেষ আকর্ষণীয় হবে।
  • Oppo Reno 15: এই ফোনে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।
  • Oppo Reno 15 Pro: এই সিরিজের সবচেয়ে দামী মডেলটিতে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে।

শক্তিশালী চিপসেট ও ক্যামেরা:

প্রাথমিক তথ্য অনুযায়ী, অপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলোতে শক্তিশালী মিডিয়াটেক ডিমেনসিটি (MediaTek Dimensity) চিপসেট ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনগুলোতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকারও সম্ভাবনা রয়েছে।

যদিও এই সিরিজের ফোনগুলোর ফিচার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদ তথ্য এখনও গোপন রেখেছে কোম্পানি।

Find X9 সিরিজও আসছে:

এছাড়াও, অপ্পো তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X9 সিরিজও বাজারে আনতে চলেছে বলে জল্পনা চলছে। এই সিরিজে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro নামে দুটি ফোন লঞ্চ হতে পারে। অপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনগুলোতেও চীনা ভ্যারিয়েন্টের মতো মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট ব্যবহার করা হতে পারে।