আইফোনের ৫টি লুকানো ফিচার সম্পর্কে জেনেনিন, হয়ে যাবেন অবাক

স্মার্টফোনের দুনিয়ায় আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য অনেক দরকারি ফিচার রয়েছে, যা সাধারণত একটু ‘লুকানো’ থাকে। এই ফিচারগুলো একবার জেনে গেলে ফোন ব্যবহার করা অনেক বেশি সহজ ও কার্যকর হয়ে ওঠে। চলুন, জেনে নেওয়া যাক এমন ৫টি দারুণ আইফোন টিপস:

১. ফোন না ছুঁয়েই স্ক্রিনশট: ‘ব্যাক ট্যাপ’ ম্যাজিক

স্ক্রিনশট নেওয়ার চিরাচরিত পদ্ধতি ভুলে যান! এখন আপনার আইফোনের পেছনে দু’বার বা তিনবার হালকা ট্যাপ করলেই স্ক্রিনশট নেওয়া যাবে।

  • সেটিং পদ্ধতি: প্রথমে SettingsAccessibilityTouchBack Tap অপশনে যান। এরপর Double Tap বা Triple Tap-এ গিয়ে Screenshot অপশনটি সিলেক্ট করুন।

২. টেক্সট শর্টকাট: বড় বাক্য লিখুন এক সেকেন্ডে

প্রতিবার বড় বাক্য লেখার দরকার নেই। একটি ছোট শর্টকাট সেট করে রাখলে সেটি লিখলেই পুরো বাক্য স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে। যেমন: ‘o-m-w’ লিখলে ‘On My Way’ (অন মাই ওয়ে) চলে আসবে।

  • সেটিং পদ্ধতি: SettingsGeneralKeyboardText Replacement অপশনে যান। প্লাস (+) আইকন চেপে আপনার পুরো বাক্য (Phrase) লিখুন এবং তার জন্য একটি ছোট শর্টকাট (Shortcut) তৈরি করে সেভ করুন।

৩. কন্ট্রোল সেন্টার থেকেই দ্রুত টাইমার সেট

ঘড়ির অ্যাপ না খুলেই এবার সরাসরি টাইমার চালু করুন। এটি সময় বাঁচানোর একটি চমৎকার উপায়।

  • সেটিং পদ্ধতি: স্ক্রিনের ওপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন। এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। আপনার পছন্দমতো সময় সেট করে সঙ্গে সঙ্গে Start বাটন চাপুন।

৪. জরুরি শব্দের জন্য নোটিফিকেশন (সাউন্ড রিকগনিশন)

এই অসাধারণ ফিচারটি আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না, অ্যালার্মের শব্দ বা আগুনের অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দগুলো শনাক্ত করে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। যাদের শোনার সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক।

  • সেটিং পদ্ধতি: SettingsAccessibilitySound Recognition-এ যান। এরপর আপনি যে যে জরুরি শব্দগুলোর জন্য নোটিফিকেশন চান, সেগুলোর পাশে থাকা অপশনটি অন করুন।

৫. রাতে স্ক্রিনের আলো আরও কমান: চোখের সুরক্ষা

রাতের বেলা ফোনের আলো অনেক বেশি মনে হলে চোখের সুরক্ষার জন্য এটি আরও কমানো সম্ভব।

  • সেটিং পদ্ধতি: প্রথমে SettingsAccessibilityDisplay & Text Size-এ যান। সেখানে Reduce White Point অপশনটি চালু করুন। এরপর নিচের স্লাইডারটি টেনে আলোর মাত্রা আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিন। এতে আপনার চোখ আরও সুরক্ষিত থাকবে।