ChatGPT-আপনার হয়ে কেনাকাটাও করে দেবে, জেনেনিন কিভাবে?

ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটি ইতিমধ্যেই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। তথ্য জানা বা মন খারাপের সঙ্গী হওয়া— সবকিছুতেই চ্যাটজিপিটি এখন প্রথম পছন্দ। এবার এই চ্যাটবট মানুষের দৈনন্দিন জীবনে আরও এক ধাপ এগিয়ে গেল: এটি সরাসরি আপনার হয়ে কেনাকাটা করে দেবে!

ওপেনএআই ঘোষণা করেছে, তারা চ্যাটজিপিটিতে ‘ইন্সট্যান্ট চেকআউট’ ফিচার চালু করছে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো না ছেড়েই মুহূর্তের মধ্যে কেনাকাটা শেষ করতে পারবেন।

কীভাবে কাজ করবে ইন্সট্যান্ট চেকআউট?

এতদিন চ্যাটজিপিটি কেবল কোনো পণ্যের সন্ধান বা পরামর্শ দিত। কিন্তু এবার থেকে এটি সরাসরি লেনদেন পরিচালনা করতে সক্ষম হবে।

  • আপনি চ্যাটবটে কোনো পণ্যের খোঁজ করার পর, ঠিক যা কিনতে চাইছেন তা স্ক্রিনে উপস্থিত হবে।
  • ব্যবহারকারী সেই চ্যাট উইন্ডো বা পেজ না ছেড়েই সরাসরি পেমেন্ট করে কেনাকাটা শেষ করতে পারবেন।

এই নতুন ফিচারের জন্য ওপেনএআই শুরুতেই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইটসি (Etsy) এবং শোপিফাই (Shopify)-এর মতো জায়ান্টদের সঙ্গে হাত মিলিয়েছে।

অনলাইন শপিংয়ের ভবিষ্যৎ বদল

ওপেনএআই মনে করছে, এই পুরো প্রক্রিয়া গ্রাহকদের জন্য পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব একেবারে কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তেই গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন।

ইটসি এবং শোপিফাই-এর হাত ধরে আসা এই ‘ইন্সট্যান্ট চেকআউট’ ফিচার অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে। আশা করা যায়, ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য বড় ই-কমার্স ওয়েবসাইটও খুব দ্রুত এই একই পথে পা বাড়াবে।

তবে শুধু লেনদেন নয়, শোনা যাচ্ছে ভবিষ্যতে চ্যাটজিপিটিতে মেসেজিং প্ল্যাটফর্মের মতো একে অন্যের সঙ্গে চ্যাট করার সুবিধাও আসতে পারে।