“Reel বানিয়ে বাড়তে পারে উপার্জন”-জেনেনিন কোন নতুন ফিচার আনল Meta?

দিনের একটা বড় অংশ ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলস স্ক্রল করে কাটে অনেকেরই, যা ডোপামিন ক্ষরণ ঘটিয়ে নেশার মতো কাজ করে। রিলস ক্রিয়েটরদের ইনকামের অন্যতম পথ এটি। আর এই দুই পক্ষকেই চমকপ্রদ সুখবর দিল মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রধান সংস্থা)। মেটার তরফে জানানো হয়েছে, এখন থেকে রিলসগুলো AI-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অনুদিত (Translated) হবে। প্রাথমিকভাবে ইংরেজি, স্প্যানিশ, হিন্দি এবং পর্তুগিজ ভাষায় এই অনুবাদ করা যাবে।
ক্রিয়েটরদের লক্ষ্মী লাভ:
দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলসের স্বয়ংক্রিয় অনুবাদের সুবিধা ছিল না। সেই অভাব পূরণ করতেই মেটা এনেছে AI Translation ফিচার। এর ফলে কনটেন্ট ক্রিয়েটরদের রিলস এখন অনেক বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। ভিউজ বাড়লে যে ক্রিয়েটরদের আর্থিক লাভ (লক্ষ্মী লাভ) হবে, তা বলাই বাহুল্য। মেটার এই নতুন সিদ্ধান্তে ক্রিয়েটর মহল যথেষ্ট খুশি।
নতুন AI টুলের চমক:
Meta AI নিয়ে এসেছে নতুন একটি টুল, যার সাহায্যে রিলসের ট্রান্সলেশন সম্ভব হবে। রিলস প্রেমীরাও এখন নিজেদের পছন্দের ভাষায় বিভিন্ন ভাষার কনটেন্ট দেখতে পাবেন, যা তাঁদের দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
এই AI শুধু ভাষা অনুবাদ করবে না, এটি ক্রিয়েটরের কণ্ঠস্বর (Voice), বাচনভঙ্গি (Tone) এবং যেকোনো ধরনের শব্দকে নির্দিষ্ট ভাষায় বদলে দেবে। শুধু তাই নয়, এতে ‘লিপ সিঙ্ক’ (Lip Sync) ফিচারও থাকছে। ফলে ভিডিয়োর ভাষা বদলে গেলেও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে তা মিলে যাবে, যা দেখার অভিজ্ঞতাকে স্বাভাবিক রাখবে।
তবে এই সুবিধা শুধুমাত্র সেই সব ক্রিয়েটররাই পাবেন, যাঁদের ১ হাজার জনের বেশি ফলোয়ার রয়েছে। অন্যদিকে, রিলস দেখা দর্শকও নিজের প্রয়োজন মতো এই ট্রান্সলেশন ফিচারটি চালু বা বন্ধ করার সুযোগ পাবেন। অর্থাৎ, মেটা সকল পক্ষের সুবিধা ও নিয়ন্ত্রণের দিকে নজর রেখেছে।