ডেলিভারি ড্রোনের ভবিষ্যৎ সংকটে? অ্যামাজনের ২ ‘প্রাইম এয়ার’ ড্রোনের ভয়াবহ সংঘর্ষ

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের (Amazon) ড্রোন ডেলিভারি পরিষেবায় বড়সড় দুর্ঘটনার খবর এলো। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টলেসন শহরে আকাশে থাকা অ্যামাজনের দুটি প্রাইম এয়ার (Prime Air) ড্রোন বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারের নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
ক্রেইনের সঙ্গে সংঘর্ষ, তদন্তে এফএএ
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে টলেসন শহরে অ্যামাজনের একটি ডেলিভারি সেন্টার থেকে প্রায় দুই মাইল দূরে এই ঘটনাটি ঘটে। প্রযুক্তি বিষয়ক সাইট ‘এনগ্যাজেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ড্রোন দুটির মধ্যে সংঘর্ষের পরই তারা একটি ক্রেইনের (Crane) সঙ্গে ধাক্কা খায় এবং বিধ্বস্ত হয়।
তবে আশার কথা হলো, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও টলেসন পুলিশের সার্জেন্ট এরিক মেনডেজ স্থানীয় রেডিওকে জানিয়েছেন, বর্তমানে ঘটনাটির তদন্তের দায়িত্ব নিচ্ছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
অ্যামাজনের প্রতিক্রিয়া
অ্যামাজনের প্রতিনিধি টেরেন্স ক্লার্ক ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, “আমরা টলেসন শহরে দুটি প্রাইম এয়ার ড্রোনের সংঘর্ষের ঘটনা সম্পর্কে জেনেছি। বর্তমানে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
গত বছর অ্যারিজোনার ফিনিক্স এলাকায় ড্রোন ডেলিভারি পরিষেবা চালু করেছিল অ্যামাজন। বর্তমানে তাদের নিয়ম অনুযায়ী, এসব ড্রোন কেবল দিনের বেলায় এবং ভালো আবহাওয়ার শর্তেই পণ্য ডেলিভারি করে থাকে। মে মাসে এফএএ থেকে আরও অনেক পণ্য ড্রোনের মাধ্যমে পাঠানোর অনুমোদনও পেয়েছিল কোম্পানিটি, যার লক্ষ্য ছিল ডেলিভারির গতি ও সুযোগ-সুবিধা আরও বাড়ানো।
কিন্তু দ্রুতগতিতে যখন বিশ্বজুড়ে বাণিজ্যিক ড্রোন ব্যবহারের পরিমাণ বাড়ছে, তখন এমন দুর্ঘটনা ড্রোন প্রযুক্তির সুরক্ষা এবং জনবসতিপূর্ণ এলাকায় এর নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল। অ্যামাজনের ড্রোন ডেলিভারির ভবিষ্যতের জন্য এই ঘটনা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।