Snap Chat-এ এই পরিষেবা আর ফ্রি-তে মিলবে না, জারি নয়া বিজ্ঞপ্তি

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের মেমোরিজ (Memories) ফিচারে আসছে এক বিশাল পরিবর্তন। এতদিন ব্যবহারকারীরা কোনো সীমা ছাড়াই ছবি ও ভিডিও ‘মেমোরিজ’-এ সেইভ করতে পারতেন, তবে এবার থেকে এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
স্ন্যাপচ্যাট ঘোষণা করেছে, যে সমস্ত ব্যবহারকারী পাঁচ জিবির (5 GB) বেশি মেমোরি ব্যবহার করবেন, তাদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হয়েছে।
নতুন সাবস্ক্রিপশন প্ল্যান
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন স্টোরেজ প্ল্যানগুলি নিম্নরূপ:
প্রাথমিক প্ল্যান: মাসে ১.৯৯ ডলার খরচ করে ব্যবহারকারীরা ১০০ জিবি স্টোরেজ পাবেন।
স্ন্যাপচ্যাট প্লাস (Snapchat Plus): এই সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা মাসে ৩.৯৯ ডলার খরচ করে ২৫০ জিবি স্টোরেজ সুবিধা পাবেন।
প্লাটিনাম সাবস্ক্রাইবার: সবচেয়ে উপরের স্তরের এই সাবস্ক্রাইবাররা মাসে ১৫.৯৯ ডলার খরচ করে পাঁচ টেরাবাইট (5 TB) পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন।
তবে স্ন্যাপচ্যাট এই বলে আশ্বস্ত করেছে যে, এই পরিবর্তনে বেশিরভাগ ব্যবহারকারীর ওপর কোনো প্রভাব পড়বে না, কারণ তারা এখনো ৫ জিবি সীমার কাছাকাছিও পৌঁছাননি। শুধুমাত্র যারা হাজার হাজার ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখেন, তাদের জন্যই এই নতুন পরিকল্পনা চালু হচ্ছে।
এক বছরের অতিরিক্ত সময়
ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি জানিয়েছে, যাদের মেমোরিজ ইতিমধ্যেই ৫ জিবি ছাড়িয়ে গেছে, তারা এক বছরের জন্য অস্থায়ী অতিরিক্ত স্টোরেজ পাবেন। এই সময়সীমা পার হওয়ার পর তাদের সাবস্ক্রিপশন নিতে হবে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট (Engadget) লিখেছে, এর আগে স্ন্যাপচ্যাট ‘লেন্স প্লাস’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। নতুন মেমোরিজ প্ল্যান যোগ হওয়ায় এখন থেকে স্ন্যাপচ্যাটের পেইড সার্ভিস বা অর্থপ্রদানের পরিষেবা আরও বৈচিত্র্যময় হলো।