বিশ্বজুড়ে ফেইসবুক, মেসেঞ্জারে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করল মেটা, জেনেনিন কি সুবিধে

এবার ইনস্টাগ্রামের মডেল অনুসরণ করে বিশ্বজুড়ে ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য বিশেষ ‘টিন অ্যাকাউন্ট’ (Teen Account) চালু করল সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা (Meta)। ফেসবুক এবং মেসেঞ্জার প্ল্যাটফর্মে এই নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসা হলো, যা টিনএজারদের অনলাইন সুরক্ষার দিকটি মাথায় রেখে তৈরি করা হয়েছে।

নিয়ন্ত্রণ এবার সরাসরি মা-বাবার হাতে
মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে টিনএজারদের অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে এই ‘টিন অ্যাকাউন্টে’ পরিবর্তিত হবে। এই অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে মা-বাবার হাতে।

যোগাযোগের নিয়ন্ত্রণ: সন্তান কাদেরকে টেক্সট পাঠাবে বা কার সঙ্গে যোগাযোগ করবে, তা মা-বাবা ঠিক করতে পারবেন।

ব্যবহারের সময়: সন্তানরা কতক্ষণ ধরে অ্যাপ ব্যবহার করছে, সেদিকেও নজর রাখতে পারবেন অভিভাবকরা।

চ্যাটিং নিয়ন্ত্রণ: কাদের সঙ্গে চ্যাট করছে, সেটিও মা-বাবা নিয়ন্ত্রণ করতে পারবেন।

নিরাপত্তায় যুক্ত হলো এআই (AI)
প্রাইভেসি এবং নিরাপত্তার দিক থেকে এই অ্যাকাউন্টগুলো অনেক বেশি কঠোর। মেটা টিন অ্যাকাউন্টগুলোতে অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের সুযোগ কমিয়ে দিয়েছে, যাতে টিনএজাররা অনলাইনে নিরাপদ থাকতে পারে।

পাশাপাশি, মেটা ঘোষণা করেছে যে ১৩ থেকে ১৫ বছর বয়সী টিনএজারদের জন্য এই অ্যাকাউন্টটি বাধ্যতামূলক হবে। কেউ বয়স নিয়ে মিথ্যা বলছে কি না, তা সঠিকভাবে ধরতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করবে মেটা।

ইনস্টাগ্রামের সাফল্যের পর এবার ফেসবুক-মেসেঞ্জারে
মেটা এই একই ফিচারটি প্রথমবার গত বছর শরতে তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে চালু করেছিল। এনগ্যাজেট (Engadget)-এর প্রতিবেদন অনুসারে, ইনস্টাগ্রামে এরই মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ টিনএজার ব্যবহারকারী এই অ্যাকাউন্ট ব্যবহার করছে।

এ বছরের শুরুতে ফেসবুক ও মেসেঞ্জারের মূল কোম্পানি মেটা এই ‘টিন অ্যাকাউন্ট’ যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চালু করেছিল। এবার সেই বিশেষ অ্যাকাউন্ট গোটা বিশ্বের টিনএজারদের জন্য চালু করার ঘোষণা দিল তারা।

গত কয়েক বছর ধরেই শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে মেটার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও তদন্ত চলছে। এই নতুন পদক্ষেপ সেই সমালোচনার মুখে প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।