বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী এবার খুঁজে পাবেন ফেসবুকে, জেনেনিন কিভাবে?

ফেসবুক শুধু আর বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা খবর আদান-প্রদানের মাধ্যম নয়। এবার প্রেমের বাজারেও বিপ্লব আনতে চলেছে মেটা। ব্যবহারকারীদের জন্য ফেসবুক এবার নিয়ে আসছে দুটি নতুন AI চ্যাটবট: ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘মিট কিউট’। এই চ্যাটবটগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দেবে।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে এবং অনেক ফিচার বিদায়ও নিয়েছে। তবে এবার মেটার নতুন এই উদ্যোগ সোশ্যাল মিডিয়া ডেটিং-এর ধারণাই বদলে দেবে।

কীভাবে কাজ করবে এই AI ঘটক?

ডেটিং অ্যাসিস্ট্যান্ট: এটি একটি সরাসরি ডেটিং চ্যাটবট। আপনি একে আপনার পছন্দের সঙ্গী সম্পর্কে প্রম্পট দিতে পারবেন, যেমন ‘ফাইন্ড মি আ বরিশাল/ঢাকা গার্ল/বয়’। আপনার নির্দেশ অনুযায়ী এই AI অ্যাসিস্ট্যান্ট ফেসবুক প্রোফাইল ঘেঁটে আপনার জন্য সম্ভাব্য সঙ্গী খুঁজে দেবে।

মিট কিউট: এই চ্যাটবটটি আরও এক ধাপ এগিয়ে। এটি আপনার প্রোফাইল বিশ্লেষণ করে এর সঙ্গে মিল আছে এমন প্রোফাইলগুলো খুঁজে বের করবে। এতে আপনার পছন্দ অনুযায়ী সঙ্গী খোঁজা আরও সহজ হবে। এর বিশেষ অ্যালগরিদম সোয়াইপ করার ক্লান্তি দূর করবে এবং আপনার সময় বাঁচাবে।

শুধু সঙ্গী খোঁজাই নয়

এই চ্যাটবটগুলো শুধু সঙ্গী খুঁজে দিতেই নয়, বরং প্রথম ডেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ টিপসও দেবে। এমনকি আপনার ডেটিং প্রোফাইল আরও আকর্ষণীয় করার জন্য পরামর্শও দেবে। এর ফলে প্রথম দেখাতেই আপনি আপনার পছন্দের মানুষের মন জয় করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন?

এই ফিচারটি ব্যবহার করতে আপনাকে ‘Matches’ ট্যাবে যেতে হবে এবং ‘Personalized Prompts’-এ আপনার পছন্দ লিখে দিতে হবে। এরপরই দেখবেন, আপনার জন্য AI চ্যাটবটটি উপযুক্ত সঙ্গী খুঁজে দিয়েছে।

তবে আপাতত এই ফিচারটি শুধুমাত্র আমেরিকা ও কানাডার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। মেটা জানিয়েছে, খুব দ্রুতই এটি সারা বিশ্বে চালু করা হবে।

Editor001
  • Editor001