মোবাইলের বিকল্প হতে চলেছে মেটার স্মার্ট চশমা! এক চার্জে ৬ ঘণ্টা চলবে, দাম কত?

প্রযুক্তির জগতে নতুন দিগন্ত উন্মোচন করে মেটা সম্প্রতি বাজারে এনেছে তাদের এআই-চালিত স্মার্ট চশমা ‘মেটা রে-বেন’। বিখ্যাত রে-বেন ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তৈরি এই চশমা শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, বরং একটি অত্যাধুনিক প্রযুক্তিপণ্য। এটিতে রয়েছে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) ডিসপ্লে, এআই সহকারী এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের মতো কিছু বিশেষ সুবিধা।
এই চশমার ডান লেন্সে একটি ছোট এআর ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য জরুরি তথ্য যেমন— নোটিফিকেশন, ম্যাপ নেভিগেশন, ইনস্ট্যান্ট চ্যাট বা কল এবং লাইভ ট্রান্সলেশন দেখাবে। এটি হাতে বা ফোনের স্পর্শ ছাড়াই শুধুমাত্র হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এতে থাকা মেটা এআই সহকারী ছবি, ভিজ্যুয়াল ইনপুট এবং ভয়েস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে কাজ করতে সক্ষম। এছাড়া, এই চশমাটি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো জনপ্রিয় অ্যাপগুলোর সঙ্গেও সংযুক্ত হতে পারে।
এই চশমার অন্যতম আকর্ষণীয় ফিচার হলো লাইভ ট্রান্সলেশন এবং কনভারসেশন ক্যাপশন। এর সাহায্যে কথোপকথন রিয়েল-টাইমে অনুবাদ করা যাবে এবং শোনা কথা টেক্সট বা সাবটাইটেল হিসেবেও দেখানো যাবে। মেটা দাবি করছে, এটি মানুষের জন্য ‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স’-এর একটি মাধ্যম হবে, যা স্মৃতিশক্তি বৃদ্ধি, তথ্য উপলব্ধি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। ৭৯৯ ডলার মূল্যের এই চশমা এক চার্জে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।