আইফোন ১৭ প্রো ম্যাক্স লঞ্চের পরেই ট্রলের শিকার, জেনেনিন ভুলটা আসলে কার?

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে নতুন আইফোন ১৭ এয়ার-এর ডিজাইন নিয়ে বেশ প্রশংসা হচ্ছে, কারণ এটি ডিজাইন করেছেন বাঙালি শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। কিন্তু অন্যদিকে, আইফোন ১৭ প্রো ম্যাক্স-কে নিয়ে চলছে তুমুল ট্রল। এর ডিজাইন এবং নতুন ‘কসমিক অরেঞ্জ’ রঙ নিয়ে মানুষ মজা করছে।

প্রতি বছর নতুন আইফোন বাজারে আসার পরেই অ্যাপলকে এই ধরনের ট্রলের মুখোমুখি হতে হয়। অনেকে আইফোনের ডিজাইনকে অপছন্দ করে বলছেন, অ্যাপল এবার ডিজাইনটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ‘কসমিক অরেঞ্জ’ রংটিও হাসি-ঠাট্টার খোরাক হয়েছে। অনেকে মজা করে প্রশ্ন তুলেছেন, এই রঙের ফোন কারা কিনবেন।

তবে ট্রল বা সমালোচনা যাই হোক না কেন, আইফোন ১৭ সিরিজে অনেক নতুন চমক রয়েছে। নতুন শক্তিশালী প্রসেসর, আপগ্রেডেড ডিসপ্লে, উন্নত ক্যামেরা সিস্টেম এবং আরও বেশি স্টোরেজের মতো আকর্ষণীয় ফিচার এতে যোগ করা হয়েছে। এছাড়াও, সব ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থন করে, যা আইওএস-এর সাথে মিলে ব্যবহারকারীদের জন্য জেনারেটিভ ফিচার্স নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, অ্যাপলের প্রতিবছর ট্রলের শিকার হওয়ার পেছনে অন্যতম কারণ হল, লঞ্চের আগে আইফোন নিয়ে যে জল্পনা থাকে, তা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না, ফলে সব গ্রাহককে খুশি করা সম্ভব হয় না। এছাড়া, প্রতিদ্বন্দ্বী স্যামসাং এবং গুগলের মতো সংস্থাগুলি নিত্যনতুন ফিচার নিয়ে আসায় অ্যাপল ধীরে ধীরে তাদের গ্রাহক হারাচ্ছে।