নিজস্ব এআই চিপ বানাবে ওপেনএআই? নেওয়া হলো বড় উদ্যোগ

চ্যাটজিপিটি-র নির্মাতা ওপেনএআই এবার নিজস্ব এআই চিপ তৈরি করতে যাচ্ছে। ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি ব্রডকমের সঙ্গে মিলে কাস্টম এআই চিপ ডিজাইন করেছে এবং আগামী বছর থেকেই এর ব্যাপক উৎপাদন শুরু হবে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দুটি: প্রথমত, ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতা নিশ্চিত করা; এবং দ্বিতীয়ত, চিপের জন্য এনভিডিয়ার ওপর তাদের নির্ভরশীলতা কমানো। ব্রডকমের সিইও সম্প্রতি ঘোষণা করেন যে, তাদের এক নতুন ক্লায়েন্ট ১০০০ কোটি ডলারের চিপ অর্ডার দিয়েছে, যদিও তিনি ক্রেতার নাম জানাননি। ফাইনান্সিয়াল টাইমস-এর সূত্র নিশ্চিত করেছে, সেই অজানা ক্লায়েন্ট হলো ওপেনএআই।
কেন এই উদ্যোগ?
ওপেনএআইয়ের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, জিপিইউ-এর অভাবে ওপেনএআইয়ের এপিআই-এর গতি ও নির্ভরযোগ্যতা ব্যাহত হচ্ছিল। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান তখন থেকেই নিজস্ব এআই চিপ তৈরির কথা ভাবছিলেন।
এই চিপগুলো ওপেনএআই কেবল নিজেদের ব্যবহারের জন্যই তৈরি করবে এবং তা বাজারে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই। এতে ভবিষ্যতে জিপিইউ সংকট হলেও তাদের কার্যক্রম ব্যাহত হবে না, এবং একইসঙ্গে খরচও কমবে।
ভবিষ্যতের পরিকল্পনা
ওপেনএআই তাদের এই নতুন কাস্টম এআই চিপের নাম দিয়েছে ‘এক্সপিইউ’। এনগ্যাজেটের এক প্রতিবেদন অনুযায়ী, এই চিপটি ভবিষ্যতে এআই চিপ বাজারের একটি বড় অংশ দখল করতে পারে।
সম্প্রতি, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ‘জিপিটি ৫’ প্রকাশের পর ঘোষণা করেন যে, তারা ‘বাড়তি চাহিদা’ সামলাতে কোম্পানির কম্পিউটিং ক্ষমতা দ্বিগুণ করবে। এই পরিস্থিতিতে নিজস্ব চিপ তৈরি ওপেনএআই-এর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদিও এই মুহূর্তে এআই চিপ বাজারে এনভিডিয়া এখনো শীর্ষস্থানে রয়েছে, ওপেনএআইয়ের এই নতুন উদ্যোগ তাদের প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে দেবে।