ইন্টারনেট অন থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে না, জেনেনিন নতুন এই ট্রিকস
September 1, 2025

আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু অনেক সময় জরুরি কাজ বা বিশ্রামের সময় মেসেজের ঢল বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে অফিসের কাজ বা গ্রুপ চ্যাট থেকে আসা মেসেজগুলো অনেক চাপ তৈরি করে। তবে এখন আর এর জন্য পুরো ইন্টারনেট বন্ধ করতে হবে না। একটি সহজ পদ্ধতির মাধ্যমে আপনি শুধু হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বন্ধ করতে পারেন।
কীভাবে এটি কাজ করে?
হোয়াটসঅ্যাপে একটি বিশেষ ফিচার আছে, যার নাম ‘প্রক্সি’। এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার ইন্টারনেট সংযোগ ঠিক রেখেও হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বা পাঠানো সাময়িকভাবে বন্ধ করতে পারেন।
ধাপগুলো জেনে নিন:
- প্রথমেই আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
- অ্যাপের উপরের ডান কোণায় থাকা তিনটি বিন্দুতে ক্লিক করুন।
- এবার ‘সেটিংস’-এ যান।
- সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে ক্লিক করুন।
- এরপর নিচের দিকে ‘প্রক্সি’ অপশনটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন।
- এখন ‘ইউজ প্রক্সি’ অপশনটি চালু করুন।
- এখানে একটি কোড লেখার জায়গা আসবে। সেখানে লিখুন 1.1.1.1।
- শেষে ‘ওকে’ বা ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
ব্যাস! এই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার ফোনের ইন্টারনেট চালু থাকবে। ফলে আপনি অন্য সব কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন। যখন মেসেজ আবার চালু করতে চাইবেন, তখন শুধু ‘ইউজ প্রক্সি’ অপশনটি বন্ধ করে দিলেই হবে।