AI-নিয়ে বড় পদক্ষেপ আম্বানির, Google,Meta-র সঙ্গে জোট বাঁধলো রিলায়েন্স

ভারতের অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে আরও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য দুটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা, গুগল এবং মেটা-র সঙ্গে জোট বাঁধছে। সম্প্রতি রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি তাদের বার্ষিক সভায় এই খবরটি জানিয়েছেন।
তিনি বলেছেন, “এক দশক আগে রিলায়েন্সের জন্য ডিজিটাল পরিষেবা একটি নতুন উন্নতির সুযোগ এনেছিল। আর এখন আমাদের সামনে সেইরকমই বড় সুযোগ নিয়ে এসেছে এআই।”
জিও বাজারে আসছে এবং নতুন কোম্পানি তৈরি হচ্ছে
মুকেশ আম্বানি আরও জানিয়েছেন যে, ২০২৬ সালের প্রথম দিকে ভারতের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক ‘রিলায়েন্স জিও’-কে শেয়ারবাজারে আনার পরিকল্পনা রয়েছে। একই সাথে, তিনি ‘রিলায়েন্স ইন্টেলিজেন্স’ নামে একটি নতুন কোম্পানির কথাও ঘোষণা করেছেন, যা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব মালিকানায় থাকবে।
গুগল ও মেটার সঙ্গে কী ধরনের চুক্তি হলো?
- গুগলের সঙ্গে: গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে, রিলায়েন্স তাদের বিভিন্ন খাতে (যেমন— তেল, টেলিকম, আর্থিক সেবা ইত্যাদি) নতুন উদ্ভাবন আনতে গুগলের এআই এবং ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার করবে। তারা একসঙ্গে ভারতে একটি বিশেষ ক্লাউড কেন্দ্র তৈরি করবে, যা রিলায়েন্সের পরিবেশবান্ধব জ্বালানিতে চলবে এবং জিও-র নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করবে।
- মেটার সঙ্গে: মুকেশ আম্বানি মেটার সঙ্গেও একটি নতুন যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা এমন এআই প্রযুক্তি তৈরি করবে যা মেটার ওপেন-সোর্স এআই মডেল ব্যবহার করে ভারতের ব্যবসার চাহিদা মেটাবে এবং এটি সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এই প্রকল্পে রিলায়েন্স ৭০ শতাংশ এবং মেটা ৩০ শতাংশ বিনিয়োগ করবে, যার মোট পরিমাণ ১০ কোটি ডলার।
মেটার প্রধান মার্ক জাকারবার্গ এই উদ্যোগকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন, যা সবাইকে এআই ব্যবহারের সুযোগ করে দেবে।
এর আগেও গুগল এবং মেটা রিলায়েন্সের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল। ২০২০ সালে মেটা জিও প্ল্যাটফর্মে ৫৭০ কোটি ডলার এবং গুগল ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। এখন এই নতুন চুক্তি ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আগ্রহের আরেকটি প্রমাণ।