ইনস্টাগ্রামের রিলসে এলো নতুন সুবিধা, এবার বড় ভিডিও নিয়ে নেই চিন্তা

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম এবার রিলস-এর জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এই নতুন সুবিধার ফলে কনটেন্ট নির্মাতারা এখন সহজেই সিরিজ বা এপিসোডিক ভিডিও তৈরি করতে পারবেন এবং দর্শকরাও পুরো ভিডিওটি খুঁজে দেখতে পারবেন।
কী এই নতুন ফিচার?
ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের নাম ‘লিংকড রিলস’ (Linked Reels)। এতদিন রিলসের মাধ্যমে দীর্ঘ ভিডিও আপলোড করা যেত না, ফলে নির্মাতারা ভিডিওকে ছোট ছোট অংশে ভাগ করে আপলোড করতেন। কিন্তু এর ফলে দর্শকরা প্রায়শই পুরো সিরিজ খুঁজে পেতেন না। এবার এই সমস্যার সমাধান হলো।
এখন থেকে একটি রিলের মধ্যেই তার পরবর্তী অংশের লিংক যুক্ত করা যাবে। যেমন, আপনি যদি কোনো একটি ভিডিওর প্রথম অংশ দেখেন, তাহলে তার নিচেই পরবর্তী পর্বের লিংক দেখতে পাবেন। এতে করে দর্শকদের পুরো সিরিজ দেখতে সুবিধা হবে।
কনটেন্ট নির্মাতারা কীভাবে এই ফিচার ব্যবহার করবেন?
নতুন এই ফিচার ব্যবহার করা খুবই সহজ। কনটেন্ট নির্মাতাদের জন্য ধাপগুলো নিচে দেওয়া হলো:
১. প্রথমে আপনার ভিডিওটি তৈরি করে সাধারণ রিলস-এর মতো ইনস্টাগ্রামে আপলোড করুন। ২. এডিটিং-এর সময় ‘লিঙ্ক এ রিল’ (Link a Reel) অপশনটি বেছে নিন। ৩. এখানে আপনি সেই রিলটি নির্বাচন করুন, যার সঙ্গে আপনার নতুন রিলটি যুক্ত করতে চান। ৪. চাইলে আপনি একটি শিরোনাম দিতে পারেন, অথবা ডিফল্ট নাম ‘লিঙ্কড রিল’ ব্যবহার করতে পারেন। ৫. এবার আপনার রিলটি লিংকসহ পাবলিশ করুন।
এই নতুন ফিচারের কারণে কনটেন্ট নির্মাতারা এখন আরও বেশি ভিউ পাবেন এবং তাদের আয়ও বাড়বে। অন্যদিকে, দর্শকরাও বিনোদনের পুরো আনন্দ উপভোগ করতে পারবেন।