ইন্টারনেট ছাড়াই চালানো যাবে হোয়াটসঅ্যাপ, গুগল করে দিলো বড় ঘোষণা

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে গুগল। সম্প্রতি তারা একসঙ্গে একাধিক নতুন মডেল বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে পিক্সেল ১০ প্রো ফোল্ড, কারণ এতে একটি দারুণ নতুন ফিচার যুক্ত হয়েছে।
গুগলের নতুন এই ফোনে সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। মূলত, এই ফোনটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে চলবে। অর্থাৎ, এমন কোনো জায়গায় যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই নেই, সেখানেও আপনি জরুরি প্রয়োজনে বা দৈনন্দিন জীবনে স্যাটেলাইটের সাহায্যে হোয়াটসঅ্যাপে চ্যাট, অডিও ও ভিডিও কল করতে পারবেন।
গুগল জানিয়েছে যে এই ফিচারটি বর্তমানে কিছু নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গেই কাজ করবে। এর জন্য অতিরিক্ত খরচও হতে পারে।
গুগল এগিয়ে গেল অ্যাপলের চেয়ে
অ্যাপল ইতিমধ্যেই তাদের আইফোনে স্যাটেলাইট ফিচার চালু করেছে, কিন্তু সেটি শুধু জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে, গুগলের নতুন এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি ভয়েস ও ভিডিও কল করতে পারবে। বিশেষ করে যেসব দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক থাকে না, সেখানে এই ফিচারটি দারুণভাবে কাজে আসবে।
গুগল তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে যে, ২৮ আগস্ট থেকে স্যাটেলাইট ভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচারটি পাওয়া যাবে। একই দিনে পিক্সেল ১০ সিরিজের ফোনগুলোও বাজারে বিক্রি শুরু হবে। এই ফিচারটি চালু হলে ফোনের স্ক্রিনে একটি স্যাটেলাইট আইকন দেখা যাবে, যা দেখে বোঝা যাবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।