X Chat: ফোন নম্বর ছাড়াই করা যাবে মেসেজ-কল, ইলন মাস্ক নিয়ে এলেন নতুন মেসেজিং অ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানাতে এবার নতুন এক অ্যাপ নিয়ে আসছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর নতুন প্রাইভেট কমিউনিকেশন টুলটির নাম ‘এক্সচ্যাট’, যা ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে।

‘এক্সচ্যাট’-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এটি ব্যবহারের জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা কেবল একটি চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ব্যবহার করে মেসেজ ও ফাইল আদান-প্রদান করতে পারবেন। এছাড়া, অডিও ও ভিডিও কলের সুবিধাও থাকবে।

এক্সচ্যাটের মূল বৈশিষ্ট্য
নম্বরবিহীন ব্যবহার: এই অ্যাপ ব্যবহারের জন্য কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না, যা হোয়াটসঅ্যাপের থেকে এটিকে আলাদা করে তুলবে।

সর্বোচ্চ নিরাপত্তা: এক্সচ্যাটে বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি মেসেজ সুরক্ষিত রাখতে চার ডিজিটের পাসকোড দিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকবে।

ক্ষণস্থায়ী বার্তা: টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো এখানেও ‘ক্ষণস্থায়ী বার্তা’ (ephemeral messages) ফিচার থাকবে, যার ফলে মেসেজ দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।

ডিলিট অপশন: মেসেজ পাঠানোর পর উভয় পক্ষ থেকেই তা মুছে ফেলার সুযোগ থাকবে।

প্রতিযোগিতায় মাস্ক
বর্তমানে সীমিত সংখ্যক পেইড সাবস্ক্রাইবারদের জন্য এক্সচ্যাটের বিটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ইলন মাস্ক এই অ্যাপটিকে “একেবারে নতুন ধরনের অ্যাপ” হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি সরাসরি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ফোন নম্বরবিহীন এবং সর্বোচ্চ গোপনীয়তার এই মডেল যদি সফল হয়, তবে তা মেসেজিং অ্যাপের বাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।