ভারতে এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ, একদম সস্তায় মিলবে পরিষেবা

ভারতে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে ওপেনএআই, যার মূল্য মাসে চার দশমিক ৫৭ ডলার। এখন পর্যন্ত কোম্পানিটির সবচেয়ে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান এটি।
মঙ্গলবার ভারতে এ সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটি। ভারত তাদের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যবহারকারীর বাজার। ফলে এখানকার আরও বেশি মানুষের কাছে ওপেনেএআই তাদের পরিষেবা পৌঁছে দিতে চাইছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এক বিবৃতিতে মার্কিন ওপেনএআই তাদের ওয়েবসাইটে বলেছে, তাদের এ নতুন প্ল্যানটির নাম ‘চ্যাটজিপিটি গো’। এ প্ল্যানে কম খরচে চ্যাটজিপিটির সর্বশেষ মডেল জিপিটি-৫ ও অন্যান্য ফিচার ব্যবহারের সুযোগ থাকবে।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-সমর্থিত কোম্পানিটির চ্যাটজিপিটি বিভাগের প্রধান নিক টারলি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছেন, এ নতুন প্ল্যানে ব্যবহারকারীরা ফ্রি প্ল্যানের চেয়ে ১০ গুণ বেশি মেসেজ পাঠাতে পারবেন। পাশাপাশি ছবি তৈরি, ফাইল আপলোড করতে পারবেন ও এতে দ্বিগুণ মেমোরি পাওয়া যাবে।
“চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করার ব্যাপারে ব্যবহারকারীদের থেকে অনেকদিন ধরেই অনুরোধ আসছিল। তাই আমরা প্রথমে ভারতে ‘গো’ প্ল্যান চালু করেছি। এখানে ব্যবহারকারীদের মতামত নিয়ে তারপর অন্য দেশে চালু করব।”
বর্তমানে আরও দুটি পেইড বা সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে ওপেনএআইয়ের। ‘চ্যাটজিপিটি প্লাস’, ভারতে এ প্যাকেজের দাম মাসে এক হাজার ৯৯৯ রুপি বা ২০ ডলার। ‘চ্যাটজিপিটি প্রো’ প্যাকেজের দাম ভারতে মাসে ১৯ হাজার ৯০০ রুপি বা দুইশো ডলার।
গত ফেব্রুয়ারিতে ভারতের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন ওপেনএআইয়ের এর সিইও স্যাম অল্টম্যান, যেখানে কম খরচে ভারতে এক এআই ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারা।
ওই সময় ভারতের দ্রুত এআই গ্রহণের প্রশংসা করে অল্টম্যান বলেছেন, ওপেনএআইয়ের জন্য এক গুরুত্বপূর্ণ বাজার ভারত।
এ মাসের শুরুতে নিজেদের নতুন জিপিটি-৫ এআই মডেল চালু করেছে ওপেনএআই। তবে ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এআই মডেলটি।
কিছু ব্যবহারকারী অভিযোগ করে বলেছেন, তাদের কাছে মডেলটি আগের মতো স্বাভাবিক বা সহজবোধ্য বলে মনে হয়নি। ব্যবহারকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে শেষ পযর্ন্ত পেইড গ্রাহকদের জন্য পুরানো জিপিটি-৪ মডেলটি আবার চালু করেছে কোম্পানিটি।