ইলন মাস্কের গ্রক এআইকে হারিয়ে দিলো ওপেন এআই, চ্যাম্পিয়ন হলো চ্যাটজিপিটি

দাবা খেলা সাধারণত মানুষের বুদ্ধিমত্তার পরিচয় বহন করে, কিন্তু সম্প্রতি এক অদ্ভুত প্রতিযোগিতায় মানুষের বদলে অংশ নিয়েছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল। আর এই রোমাঞ্চকর প্রতিযোগিতার ফাইনালে সেরা এআই দাবা খেলোয়াড়ের মুকুট জিতে নিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ওপেনএআই-এর ‘০৩’ এবং ইলন মাস্কের এক্সএআই-এর ‘গ্রক ৪’-এর মতো মোট আটটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) অংশ নেয়। এই তালিকায় গুগল ও অ্যানথ্রপিকের মতো বড় প্রতিষ্ঠান ছাড়াও চীনের ডেভেলপারদের তৈরি ডিপসিক এবং মুনশট এআই-এর মতো মডেলও ছিল।

প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও শেষের দিকে ওপেনএআই-এর চ্যাটজিপিটি একের পর এক চাল দিয়ে বাজিমাত করতে থাকে। গ্রক শেষের দিকে কিছু ভুল করে বসে, যার সুযোগ নিয়ে চ্যাটজিপিটি দ্রুত এগিয়ে যায়।

শেষ পর্যন্ত, স্যাম অল্টম্যানের ওপেনএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটিই সেরা এআই দাবা খেলোয়াড়ের শিরোপা জিতে নেয়। এই প্রতিযোগিতা প্রমাণ করে যে, এআই শুধু ভাষা বা ছবি তৈরির ক্ষেত্রেই নয়, বরং জটিল কৌশলগত খেলায়ও মানুষের মতো দক্ষতা দেখাতে সক্ষম। এই বিজয় এআই প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে।