Gemini-র নতুন দুই ফিচারে কী কী থাকছে? দেখেনিন একনজরে

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট জেমিনাইতে দুটি যুগান্তকারী নতুন ফিচার আনতে চলেছে। একটি হল ‘অস্থায়ী চ্যাটিং’, যা ব্রাউজারের ইনকগনিটো মোডের মতো কাজ করবে এবং অন্যটি হল ‘মেমরি ফিচার’, যা ব্যবহারকারীর পছন্দ মনে রেখে কথোপকথনকে আরও ব্যক্তিগত করবে। এই দুটি ফিচারই কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
গোপন আলাপের জন্য ‘অস্থায়ী চ্যাটিং’
গুগল জেমিনাইয়ে ‘অস্থায়ী চ্যাটিং’ ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা এককালীন আলাপের জন্য একটি পৃথক উইন্ডো পাবেন। এই চ্যাটটি ব্যবহারকারীর চ্যাটিং ইতিহাসে সংরক্ষিত হবে না, ভবিষ্যতের কথোপকথনকে প্রভাবিত করবে না এবং মডেল প্রশিক্ষণের জন্যও ব্যবহার করা হবে না। এটি অনেকটা ইনকগনিটো মোডে ব্রাউজিং করার মতোই, যেখানে ব্যবহারকারীর ডেটা গোপন থাকে। এই অস্থায়ী চ্যাটটি সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষিত থাকবে, যাতে ব্যবহারকারী চাইলে পরে সেটি দেখতে বা ফিডব্যাক দিতে পারেন। এটি পর্যায়ক্রমে সবার জন্য চালু হচ্ছে এবং খুব শীঘ্রই এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
ব্যক্তিগত কথোপকথনের জন্য ‘মেমরি ফিচার’
অন্যদিকে, জেমিনাইয়ে আসছে সম্পূর্ণ বিপরীতধর্মী একটি নতুন ফিচার, যার নাম ‘মেমরি’। এটি ব্যবহারকারীর অতীতের কথোপকথন থেকে তার পছন্দ, অভ্যাস ও আগ্রহের বিষয়গুলো শিখে নেবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একবার আপনার কোনো শখের কথা জেমিনাইকে বলেন, তাহলে ভবিষ্যতে কোনো পার্টি থিমের আইডিয়া চাইলে জেমিনাই সেই শখটিকে মাথায় রেখে আপনাকে পরামর্শ দেবে।
এই মেমরি ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তাই যারা এটি ব্যবহার করতে চান না, তাদের ফিচারটি আসার সঙ্গে সঙ্গেই প্রাইভেসি সেটিংসে গিয়ে এটি বন্ধ করে নিতে হবে। জেমিনাই অ্যাপে এই ফিচার বন্ধ করার জন্য ব্যবহারকারীকে ‘সেটিংস’ > ‘পার্সোনাল কনটেক্সট’ > ‘ইওর পাস্ট চ্যাটস উইথ জেমিনাই’ অপশনে যেতে হবে।
গুগল আরও জানিয়েছে যে, তারা তাদের ডেটা-রিটেনশন টগল-এর নাম পরিবর্তন করছে। ‘জেমিনাই অ্যাপস অ্যাক্টিভিটি’-এর নতুন নাম হবে ‘কিপ অ্যাক্টিভিটি’। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীর পুরোনো সেটিংসে কোনো পরিবর্তন আসবে না। এই পার্সোনালাইজড কথোপকথন ফিচারটি প্রথমে জেমিনাই ২.৫ প্রো-তে নির্দিষ্ট কিছু দেশে চালু হবে এবং পরে জেমিনাই ২.৫ ফ্ল্যাশ ও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।