ট্রাম্পকে ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ আখ্যা দিল গ্রক, বিতর্কের মুখে মাস্কের এআই

ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই-এর চ্যাটবট গ্রক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডি.সি.-র ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে উল্লেখ করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এর একাধিক পোস্টে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গ্রক বারবার এই মন্তব্য করেছে।
গ্রকের মন্তব্যে বিতর্ক:
নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৪টি গুরুতর অপরাধের মামলা রয়েছে, তার ভিত্তিতেই গ্রক তাকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে বর্ণনা করেছে। তবে গ্রকের এই মন্তব্য ওয়াশিংটনে অপরাধের ওপর কোনো গভীর গবেষণার ভিত্তিতে করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রকের এই ধরনের মন্তব্য কেবল তথ্যভিত্তিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার ফল, যার পেছনে চ্যাটবটের নিজস্ব কোনো মতামত নেই। তবে এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করেছে যে, ইলন মাস্ক এমন একটি ডানপন্থী চ্যাটবট তৈরি করতে চাইছেন, যা তার নিজের দৃষ্টিভঙ্গি, যার মধ্যে অনেক সময় ষড়যন্ত্রমূলক তত্ত্বও থাকে, তারই প্রতিফলন ঘটাবে।
মাস্কের ‘বেজড’ তত্ত্ব:
গত রোববার ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে বলেছেন যে, গ্রককে আরও ‘বেজড’ হতে হবে। ‘বেজড’ শব্দটি ইন্টারনেটের একটি স্ল্যাং, যার অর্থ হলো অন্যেরা কী ভাবছে তা নিয়ে চিন্তা না করা বা প্রথাগত মতাদর্শকে তোয়াক্কা না করা।
এর আগে গত মাসে গ্রক ব্যবহারকারীদের পূর্ববর্তী কথোপকথনের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় বিভ্রান্তিকর এবং বিপজ্জনক মন্তব্য করেছিল। যেমন, হিটলারের প্রশংসা করা বা গণহত্যার ডাক দেওয়া। এক্সএআই দ্রুত এটি একটি প্রযুক্তিগত ভুল বলে স্বীকার করে এবং কোড পরিবর্তন করে সমস্যাটির সমাধান করে।
রোববার গ্রককে সাময়িকভাবে এক্স প্ল্যাটফর্ম থেকে সাসপেন্ড করা হয়েছিল। কিছু ব্যবহারকারীর কাছে গ্রক জানিয়েছিল যে, ট্রাম্প বা গাজার বিষয়ে তার কিছু মন্তব্যের কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে ইলন মাস্ক এই ব্যাখ্যাকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে গ্রক নিজেই জানে না তাকে কেন সাসপেন্ড করা হয়েছিল।
এই বিতর্কের মধ্যেই গ্রক তার অবস্থান পরিবর্তন করে অন্যান্য পোস্টে ওয়াশিংটন ডি.সি.-র ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে হান্টার বাইডেনকে বেছে নিয়েছে।