ভবিষ্যতে কি–বোর্ড ও মাউস ছাড়াই চলবে কম্পিউটার, বড় খবর জানালো মাইক্রোসফট

ভবিষ্যতে কম্পিউটার চালানো কিবোর্ড বা মাউসের ওপর আর নির্ভরশীল থাকবে না, বরং তা নিয়ন্ত্রণ করা যাবে শুধু কণ্ঠস্বর, হাতের ইশারা বা চোখের নড়াচড়ার মাধ্যমে—এমনটাই জানিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ‘মাইক্রোসফট উইন্ডোজ ২০৩০ ভিশন’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরে উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা কতটা আমূল বদলে যাবে, তার একটি ধারণা দিয়েছে।

মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েস্টন বলেন, আজকের প্রজন্মের কাছে যেমন ডিস্ক অপারেটিং সিস্টেম অচেনা, তেমনি ২০৩০ সালের মধ্যে মাউস বা কিবোর্ড চালানোও একই রকম পুরোনো পদ্ধতি বলে মনে হবে। তিনি জানান, ভবিষ্যতের উইন্ডোজ হবে বহুমাত্রিক। ব্যবহারকারী তার কণ্ঠস্বর, হাতের ইশারা অথবা চোখের দৃষ্টির মাধ্যমে সরাসরি যন্ত্রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ওয়েস্টন আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির কারণে মানুষের সঙ্গে কম্পিউটারের যোগাযোগের পদ্ধতিতে এই বড় পরিবর্তন আসছে। মানুষের মুখে বলা কথা বা চোখের নড়াচড়া বিশ্লেষণ করে কম্পিউটার তার নির্দেশ বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে।

এআই অ্যাসিস্ট্যান্ট ‘কোপাইলট’-এর ভূমিকা
মাইক্রোসফট তাদের এই স্বপ্ন পূরণের জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন পণ্যে এআই ফিচার ‘কোপাইলট’ যুক্ত করেছে। এই এআই অ্যাসিস্ট্যান্ট উইন্ডোজ এবং অফিস সফটওয়্যারে ব্যবহারকারীদের নানা কাজ সহজ করে দিচ্ছে। সম্প্রতি চালু হওয়া ‘হে কোপাইলট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু কণ্ঠস্বরের নির্দেশ দিয়েই উইন্ডোজের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারেন বা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে নিতে পারেন।

ওয়েস্টন আরও মনে করেন, এআই প্রযুক্তির উন্নতির ফলে রুটিন কাজগুলো যেমন হিসেব তৈরি করা বা স্প্রেডশিট বানানোর মতো কাজের প্রয়োজনীয়তা কমে আসবে। এতে ব্যবহারকারীরা সৃজনশীল ও গুরুত্বপূর্ণ কাজে বেশি মনোযোগ দিতে পারবেন, যা সময়ের সাশ্রয় করবে।

প্রযুক্তি খাতে মাইক্রোসফটের ধারাবাহিক বিনিয়োগ এই দূরদর্শিতাকে বাস্তবে রূপ দেওয়ার দিকেই ইঙ্গিত করছে। ২০৩০ সালের মধ্যে ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা সত্যিই কল্পবিজ্ঞানের মতো বদলে যেতে পারে।