“ইলোন মাস্ককে নিয়ে আমি খুব বেশি ভাবি না”-স্পষ্টভাবে জানালেন অল্টম্যান

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে তীব্র প্রতিযোগিতা, যার কেন্দ্রে রয়েছে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মতো দুই হেভিওয়েট ব্যক্তিত্ব। সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই-এর সর্বশেষ মডেল মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার ঘোষণার পর ইলন মাস্ক ওপেনএআই এবং মাইক্রোসফটের ভবিষ্যৎ নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেন। তবে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান হাসিমুখে বলেন, তিনি মাস্ককে নিয়ে তেমন একটা ভাবেন না।

বৃহস্পতিবার মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ঘোষণা করেন যে, ওপেনএআইয়ের নতুন জিপিটি-৫ মডেলটি শিগগিরই তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন, কোপাইলট, মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট এবং গিটহাব কোপাইলটে চালু করা হবে। এর পরপরই ইলন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, “মাইক্রোসফটকে গিলে খাবে ওপেনএআই।”

মাস্কের এই সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে স্যাম অল্টম্যান এক সংবাদমাধ্যমে বলেন, “জানেন, আমি ওকে নিয়ে তেমন একটা ভাবি না।” তিনি মাস্কের মন্তব্য নিয়েও কটাক্ষ করেন। অল্টম্যান বলেন, “আমি ভেবেছিলাম তিনি সারাদিন এক্স-এ বসে কেবল পোস্টই করে যাচ্ছেন যে, ওপেনএআই খুব খারাপ, আমাদের মডেল ভালো না এবং আমরা কোনো কাজের কোম্পানিও না— এইসব।”

মাস্কের মন্তব্যের জবাবে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাও হালকা চালে উত্তর দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “মানুষ গত ৫০ বছর ধরেই এমন চেষ্টা করে আসছে, আর এটাই তো মজার ব্যাপার! প্রতিদিন কিছু না কিছু শেখা যায়, নতুন কিছু তৈরি হয়, একসঙ্গে কাজ করা যায়, আবার প্রতিযোগিতাও চলে।”

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ও ওপেনএআইয়ের বিবর্তন
ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যানের মধ্যেকার এই বিরোধ বেশ পুরোনো। ২০১৫ সালে তারা দুজনে মিলেই ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল একটি অলাভজনক এআই গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করা। কিন্তু চ্যাটজিপিটির অবিশ্বাস্য সাফল্যের পর ওপেনএআই এখন লাভজনক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে, আর এই যাত্রায় তাদের প্রধান সহায়ক মাইক্রোসফট। ওপেনএআইয়ের এই বিবর্তনই মাস্কের সঙ্গে অল্টম্যানের মতবিরোধের মূল কারণ।

এর আগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলা করেছিলেন, যদিও পরে সেই মামলা তিনি তুলে নেন। এই বছরের শুরুতে মাস্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের একটি দল ওপেনএআইকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অল্টম্যান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এক্স-কে অধিগ্রহণের পাল্টা প্রস্তাব দেন, যা তাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করে তোলে।